For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাস: দুই মাসের মধ্যে আজ সর্বোচ্চসংখ্যক মৃত্যু, শনাক্ত বাংলাদেশে

করোনা ভাইরাস: দুই মাসের মধ্যে আজ সর্বোচ্চসংখ্যক মৃত্যু, শনাক্ত বাংলাদেশে

  • By Bbc Bengali

বাংলাদেশে ২০২০ সালের ৮ই মার্চ প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়
Getty Images
বাংলাদেশে ২০২০ সালের ৮ই মার্চ প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ২৪ ঘণ্টায় ১৮৬৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১৭৭৩জনের মধ্যে।

শনাক্তের সংখ্যা পর্যালোচনা করে দেখা যাচ্ছে গত দুই মাসের মধ্যে আজ সর্বোচ্চ শনাক্ত হয়েছে।

শনাক্তের সঙ্গে বেড়েছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২৬ জনের।

করোনাভাইরাস সংক্রমণের এ বছরের ৭ই জানুয়ারির পর এটাই সর্বোচ্চ মাত্রায় শনাক্তের হার।

এই নিয়ে মৃত্যুর সংখ্যা ৮৫৭১জন। শনাক্তের হার গত ২৪ ঘণ্টায় ৯.৪৮ শতাংশ।

বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়েছিল গত বছরের ৮ই মার্চ। এরপরের দুই মাস দৈনিক শনাক্তের সংখ্যা তিন অংকের মধ্যে থাকলেও সেটা বাড়তে বাড়তে জুলাই মাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

আরো পড়ুন:

'হার্ড ইমিউনিটি' সম্পর্কে যেসব তথ্য জেনে রাখতে পারেন

মাস্ক পরে কি ভাইরাসের সংক্রমণ ঠেকানো যায়?

নতুন করোনাভাইরাস কত দ্রুত ছড়ায়? কতটা উদ্বেগের?

জ্বর মাপার মাধ্যমে ভাইরাসে সংক্রমিত ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব হতে পারে
Getty Images
জ্বর মাপার মাধ্যমে ভাইরাসে সংক্রমিত ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব হতে পারে

গত বছর দোসরা জুলাই সর্বোচ্চ ৪০১৯ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়। গত বেশ কিছুদিন দৈনিক শনাক্তের সংখ্যা কমতে কমতে এক পর্যায়ে হাজারের নিচে নেমে গিয়েছিল।

তবে গত এক সপ্তাহের বেশি সময় ধরে শনাক্তে উর্দ্ধগতি শুরু হয়।

এমনকি মৃত্যুর সংখ্যাও বেশ কিছুদিন দশের নিচে ছিল। কিন্তু তাতে দেখা যাচ্ছে উর্দ্ধগতি।

ধারণা করা হচ্ছিল শীতকালে ভাইরাসের প্রকোপ আরও বাড়বে। কিন্তু বাস্তবে দেখা যায় উল্টো।

নভেম্বরে সংক্রমণের গ্রাফ কিছুটা ওপরে উঠলেও ডিসেম্বর থেকে সেটা দ্রুত পড়তে থাকে। ফেব্রুয়ারির মাঝামাঝি সংক্রমণের হার তিন শতাংশের নীচে নেমে আসে, দৈনিক শনাক্তের সংখ্যা ছিল তিনশ জনেরও কম।

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর বলছে সুস্থ হয়েছে ১৪৩২জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫১৩১২৭জন। আর মারা গেছেন ৮৫৭১জন।

বিবিসি বাংলায় আরো পড়ুন:

বাংলাদেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাই চলবে

দাড়ি থাকায় চাকরি প্রত্যাখ্যান করার অভিযোগ আড়ংয়ের বিরুদ্ধে

ক্রিশ্চিয়ানো রোনালদোই কি এখন ফুটবল ইতিহাসের সেরা গোলদাতা?

English summary
Bangladesh record most death from coronavirus in two months
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X