For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিএনপি এবং জামাতে ইসলামির ডাকা বনধ-অবরোধে অগ্নিদ্বগ্ধ ২১

Google Oneindia Bengali News

 বিএনপি এবং জামাতে ইসলামির ডাকা বনধ-অবরোধে অগ্নিদ্বগ্ধ ২১
ঢাকা, ৩০ নভেম্বর : পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে বাংলাদেশে। বিএনপি এবং জামাতে ইসলামির ডাকা বনধ-অবরোধের জেরে অগ্নিগর্ভ ঢাকা শহর৷ ঢাকার শাহবাগ চত্বরে বোমা নিক্ষেপ করে বাসে আগুন লাগিয়ে দেয় অবরোধকারীরা৷ হিংসা প্রকোপে বাংলাদেশের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১৷

এদিন যে বাসটি লক্ষ্য করে দুষ্কৃতীরা বোমা ছোঁড়ে সেই বাসের মধ্যেই পুড়ে মৃত্যু হয় এক যুবকের৷ গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় ২১ জন বাসযাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ বেশিরভাগ যাত্রীর অবস্থাই আশঙ্কাজনক৷ একটি অ্যাম্বুল্যান্স ও স্কুলবাস লক্ষ্য করেও বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা। সরকারি দফতর, স্কুল, কলেজগুলিতে অবাধে চলছে ভাঙচুর। বিভিন্ন জায়গায় রেললাইন কেটে রেল পরিষেবা বিপর্যস্ত করার চেষ্টা চলছে। বন্ধ রেল পরিষেবা। এর জেরে ক্ষতির হয়েছে প্রায় ৮০০কোটি টাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রচুর সংখ্যক পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে।

যদিও এখনও ভোট বাতিলের দাবিতে আন্দোলনে অনড় বিরোধী বিএনপি এবং জামাতে ইসলামি৷ ইতিমধ্যেই বাংলাদেশ জুড়ে অবরোধের সময়সীমা বাড়িয়ে ৭১ ঘণ্টা করেছে বিএনপি৷ প্রধানমন্ত্রী পদে শেখ হাসিনার ইস্তফা এবং নির্দলীয় সরকারের ঘোষণা না করলে রবিবার থেকে আন্দোলন তীব্রতর করার হুঁশিয়ারি দিয়েছে বিএনপি ও জামাত। আগামী বছর জানুয়ারিতে ভোট হওয়ার কথা থাকলেও ইতিমধ্যেই ভোট পিছনোর ইঙ্গিত দিয়েছে বাংলাদেশের নির্বাচন কমিশন৷

এই পরিস্থিতিতেই ৪ ডিসেম্বর এক দিনের ঢাকা সফরে যাওয়ার কথা ভারতের নতুন বিদেশসচিব সুজাতা সিংহের। ঢাকার পরিস্থিতি খতিয়ে দেখতে ৬ ডিসেম্বর রাষ্ট্রপুঞ্জের মহাসচিব বান কি মুনের নির্দেশে ঢাকা যাচ্ছেন রাষ্ট্রপুঞ্জের সহকারি মহাসচিব৷

English summary
bangladesh protests turn violent over election date,burn 21
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X