For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলাদেশে বিনিয়োগ! বিশ্বের তাবড় শিল্পপতিদের কাছে আহ্বান প্রধানমন্ত্রীর

বিশ্বের নামকরা ব্যবসায়ীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে তাঁদের আমন্ত্রণ জানিয়ে, পূর্ণ সহযোগিতা আশ্বাস দিয়েছেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

বিশ্বের নামকরা ব্যবসায়ীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে তাঁদের আমন্ত্রণ জানিয়ে, পূর্ণ সহযোগিতা আশ্বাস দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, এশিয়ার সবচেয়ে গতিশীল এফডিআই-বান্ধব সরকারের পূর্ণ সহযোগিতা পাবেন।

বাংলাদেশে বিনিয়োগ! বিশ্বের তাবড় শিল্পপতিদের কাছে আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে বুধবার একটি উচ্চপর্যায়ের বৈঠকে বক্তৃতা দেন। বৈঠকের সভাপতিত্ব করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম জানিয়েছেন, কমনওয়েলথ দেশসমূহের ১৩ জন সরকার প্রধান এই বৈঠকে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী কমনওয়েলথভুক্ত সব দেশে টেকসই অর্থনৈতিক উন্নয়নে সরকারি ও বেসরকারি খাতে একযোগে কাজ করার লক্ষ্যে সহযোগিতা কামনা করেন। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ কমনওয়েলথ ক্ষুদ্র ও দ্বীপ রাষ্ট্র (এসআইডিএস), এলএলডিসি, আফ্রিকা ও ক্যারিবিয়ান দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদারে বিপুল সম্ভাবনা দেখতে পায়। তিনি বলেন, বাংলাদেশের ১৬ কোটি মানুষের মধ্যে ৯ কোটি মধ্যবিত্ত।

শেখ হাসিনা উল্লেখ করেন যে, টেকসই শিল্প বিনিয়োগের লক্ষ্যে তেল ও গ্যাস অনুসন্ধানসহ বিদ্যুৎ উৎপাদন তাঁর সরকারের শীর্ষ অগ্রাধিকার হয়ে আছে। অর্থনৈতিক ক্ষমতায়ন সম্পর্কে বলতে গিয়ে শেখ হাসিনা বলেন, এটি হচ্ছে সার্বিক অর্থে স্বাধীনতা, মর্যাদা ও সুযোগের বিষয়।

তথ্য দিয়ে শেখ হাসিনা জানান, ১৯৯১ সালে বাংলাদেশে দারিদ্র্যের হার ছিল ৫৬. ৭ শতাংশ, যা ২০১৫ সালে ২২ .৪ শতাংশে নেমে এসেছে। তিনি বলেন, চলতি অর্থবছরে দেশে বিদেশি বিনিয়োগের পরিমাণ তিনশো কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, সম্ভাবনাময় কিছু কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অর্থ, পরিকাঠামো উন্নয়ন, প্রযুক্তি, কাঁচামাল এবং বাজার ভিত্তিক তথ্য প্রদান করা হচ্ছে। সরকার এসএমই বিশেষ করে নারী উদ্যোক্তাদের জন্য সিঙ্গেল ডিজিটে জামানতবিহীন ব্যাঙ্ক লোন দিচ্ছে এবং উৎপাদিত পণ্য বাজারজাত করার জন্য চাহিদা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচিরও আয়োজন করছে। ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য নিয়ে এসএমই শিল্পের সুবিধার্থে বাংলাদেশ ইলেক্ট্রনিক কমার্সের উন্নয়নে অধিক গুরুত্ব দিয়েছে।

English summary
Bangladesh Prime Minister urges the world's top businessmen to invest in Bangladesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X