For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশে ফিরলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ভারতে দুদিনের সরকারি সফর শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় রাত ১০টা ৩৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।

Google Oneindia Bengali News

ভারতে দুদিনের সরকারি সফর শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভিভিআইপি বিমানটি শনিবার স্থানীয় সময় রাত ১০টা ৩৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। এটি নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দিয়েছিল ভারতীয় সময় ৯.২০-তে।

দেশে ফিরলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এবং মুখ্য সমন্বয়ক কর্মকর্তারা। সঙ্গে ছিলেন বঙ্গবন্ধুর ছোটকন্যা শেখ রেহানাও।

ভারত সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শুক্রবার সম্মানিত অতিথি হিসেবে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দেন এবং শনিবার পশ্চিমবঙ্গের আসানসোলের কাজি নজরুল বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি গ্রহণ করেন।

শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী শান্তিনিকেতনে সদ্য নির্মিত বাংলাদেশ ভবনের যৌথভাবে উদ্বোধন করেন এবং সেখানে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

শেখ হাসিনা গতকাল কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাসভবন 'জোড়াসাঁকো ঠাকুর বাড়ি' পরিদর্শন করেন। কলকাতা চেম্বার নেতারা তাঁর সঙ্গে তাজবেঙ্গল হোটেলে সাক্ষাৎ করেন।
এ ছাড়াও শনিবার ভারতের মহান জাতীয়তাবাদী নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়িতে জাদুঘর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

English summary
Bangladesh Prime Minister Sheikh Hasina returns to Dhaka after two days visit to Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X