For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোহিঙ্গা ইস্যু! বিশ্ব নেতৃত্বের কাছে আহ্বান শেখ হাসিনার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি বাস্তবায়নে মায়ানমারের প্রতি চাপ প্রয়োগে পদক্ষেপ গ্রহণের জন্য জি-৭-এর প্রতি আহ্বান জানান

  • |
Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি বাস্তবায়নে মায়ানমারের প্রতি চাপ প্রয়োগে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের জন্য জি-৭ নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন। জি-৭ শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে বক্তব্যয় তিনি এই আহ্বান জানান।

রোহিঙ্গা ইস্যু! বিশ্ব নেতৃত্বের কাছে আহ্বান শেখ হাসিনার

প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের বিরুদ্ধে নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে জবাবদিহি ও ন্যায়বিচার নিশ্চিত করারও আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, রোহিঙ্গাদের সমস্যার মূল মায়ানমারেই নিহিত এবং তাদেরকেই এর সমাধান করতে হবে। রোহিঙ্গাদের অবশ্যই তাদের নিজ গৃহে ফিরে যেতে হবে, যারা সেখানে শত শত বছর ধরে বসবাস করে আসছে।

প্রধানমন্ত্রী বলেছেন, তাঁরা ইতিমধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের অধিকার নিশ্চিত করতে মায়ানমারের সঙ্গে চুক্তি করেছেন। এই প্রক্রিয়া যাতে স্থায়ী ও টেকসই হয় সে জন্য আমরা এতে ইউএনএইচসিআর'কে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রধানমন্ত্রী রোহিঙ্গা ইস্যু সমাধানে কোফি আন্নান কমিশনের সুপারিশ বাস্তবায়নে মায়ানমার সরকারকে উদ্যোগ নিতে হবে বলেও উল্লেখ করেন।

English summary
Bangladesh Prime Minister Sheikh Hasina calls for specific steps on Rohingya issue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X