For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৭২ ঘন্টা ধর্মঘটের ডাক বিরোধীদের, ফের উত্তাল হতে চলেছে বাংলাদেশ

Google Oneindia Bengali News

৭২ ঘন্টা ধর্মঘটের ডাক বিরোধীদের, ফের উত্তাল হতে চলেছে বাংলাদেশ
ঢাকা, ৯ নভেম্বর : বিরোধীদের আন্দোলনের জেরে ফের উত্তাল হতে চলেছে বাংলাদেশ। রবিবার থেকে ৭২ ঘণ্টা বাংলাদেশ বনধের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী জোট। এর আগেও দুবার বিরোধী জোটের ডাকা ধর্মঘটে রক্তে লাল হয়েছে বাংলাদেশ। আরও একবার সেই একই পরিস্থিতির সাক্ষী বাংলাদেশকে হতে হবে বলে আশঙ্কা রাজনৈতিক মহলের।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাবকে খারিজ করে নির্দলীয় সরকারের তত্ত্বাবধানে নির্বাচনের দাবীতে দেশজোড়া ধর্মঘটের ডাক দিয়েছে ১৮ দলের বিরোধী জোট। রবিবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত এই ধর্মঘট চলার কথা। শুক্রবার বৈঠকের পর এই কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি নেতৃত্ব।

এর আগেও গত ২৭ থেকে ২৯ অক্টোবর এবং ৪ থেকে ৬ নভেম্বর দু দফায় ধর্মঘটের ডাক দিয়েছিল খালেদা জিয়ার বিএপি নেতৃত্বাধীন বিএনপি জোট। ওই ধর্মঘটের সময় গোটা দেশের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। অগ্নিকান্ড, গোলাগুলি,বোমাবাজি, ভাঙচুরে সাধারণ জীবনযাপন বিপর্যস্ত হয়েছিল। প্রাণ হারিয়েছিলেন ২০ জন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী নেত্রী খালেদা জিয়ার মতাদর্শগত বিরোধের কারণেই এই বিপত্তি বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

English summary
Bangladesh opposition calls 72-hour non-stop strike
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X