For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌আইভি বনাম তৈমূর: নারায়ণগঞ্জে অনেক আলোচনার ভোটগ্রহণ বড় অভিযোগ ছাড়াই শেষ হল

‌আইভি বনাম তৈমূর: নারায়ণগঞ্জে অনেক আলোচনার ভোটগ্রহণ বড় অভিযোগ ছাড়াই শেষ হল

  • By Bbc Bengali

শহরের একটি কেন্দ্রে ভোটারদের লাইন।
BBC
শহরের একটি কেন্দ্রে ভোটারদের লাইন।

শেষ হয়েছে অনেক আলোচনার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ। স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকারের করা ছোটখাটো কিছু অভিযোগ বাদ দিলে, নির্বাচনকে ঘিরে তেমন কোন অঘটনের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

এই নির্বাচনে বেশ কজন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে টানা দুইবার মেয়রের দায়িত্বে থাকা আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভী ও স্বতন্ত্র প্রার্থী মি. খন্দকার।

মি. খন্দকার এর আগে বিএনপির হয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে নির্বাচন লড়েছেন। কিন্তু এবার নির্বাচনে অংশ না নেয়ার দলীয় সিদ্ধান্ত অমান্য করেই তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এজন্য অবশ্য দল তাকে শাস্তি দিয়েছে।

নারায়ণগঞ্জে ভোট মানেই উত্তেজনা। একে অপরের প্রতি অভিযোগ পাল্টা অভিযোগ নির্বাচনে সবসময় থাকলেও, নারায়ণগঞ্জে নির্বাচনে বিতর্কের মাত্রা যেন ভিন্ন। প্রচারণার শুরু থেকে সেটি দেখা গেছে।

সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হবার পর বিবিসির সংবাদদাতা নাগিব বাহার কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেছেন। তিনি বলছেন. শহরের চিত্র অন্য যেকোনো দিনের মতোই। বিভিন্ন কেন্দ্রে জড়ো হয়েছেন ভোটাররা।

শেষ খবর পাওয়া পর্যন্ত কোথাও থেকে কোনরকম সহিংসতা বা উত্তেজনাকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি।

দিনের পরের দিকে অবশ্য মি. খন্দকার বিভিন্ন কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেয়ার ও আটকের অভিযোগ করেন। এছাড়া কিছু জায়গায় ভোটারদের হয়রানি করার অভিযোগও আনেন।

করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ আর প্রকাশ্যে সভা সমাবেশ গন-জমায়েতের উপর নিষেধাজ্ঞার প্রেক্ষাপটেই চলেছে এই ভোটাভুটি।

নারায়ণগঞ্জ নির্বাচন
BBC
নারায়ণগঞ্জ নির্বাচন

মূল প্রতিদ্বন্দ্বি দুজন, কিন্তু আলোচনায় আরো একজন যিনি প্রার্থী নন:

গত নভেম্বরের শেষ সপ্তাহে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা হয়।

নির্বাচনে মুল প্রার্থী দুজন হলেও বিতর্ক ছিল ত্রিমুখী।

প্রধান দুই প্রার্থীর একজন বর্তমান মেয়র, পরপর দুবার বিজয়ী, ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ছাড়াও বরাবরের মতো সেখানকার নির্বাচনের রাজনীতিতে বড় ভূমিকা রাখা আর একজন হচ্ছেন নারায়ণগঞ্জ- ৪ আসনের সংসদ সদস্য, স্থানীয় রাজনীতিতে বহুদিনের প্রভাবশালী নেতা, শামীম ওসমান।

সেলিনা হায়াৎ আইভী এবং শামীম ওসমান দুজনেই আওয়ামী লীগের রাজনীতি করলেও সবসময় তাদের মধ্যে দৃশ্যত বৈরি সম্পর্ক রয়েছে। সেটি এবারও স্পষ্ট ছিল।

এবারও নির্বাচনী প্রচারণা চলাকালে তাদের দুজনের বক্তব্য - পাল্টাব বক্তব্যে নারায়ণগঞ্জের ভোটের মাঠতো জমজমাট ছিলই, এই নিয়ে আলোচনা চলেছে পুরো দেশজুড়ে।

বাংলাদেশের জাতীয় গণমাধ্যমগুলো তাদের দুজনের এই বৈরিতা নিয়ে প্রতিদিনই গুরুত্ব দিয়ে খবর প্রকাশ করেছে।

শহরের একটি কেন্দ্রে ভোটা।
BBC
শহরের একটি কেন্দ্রে ভোটা।

অন্যদিকে বিএনপি দলগত-ভাবে নির্বাচনে অংশ না নেয়ায় দলের একজন নেতা তৈমূর আলম খন্দকার নির্বাচন করছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।

দলীয় সিদ্ধান্ত অমান্য করে এই নির্বাচনে অংশ নেয়ার শাস্তিস্বরূপ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টার পদ হারিয়েছেন মি. খন্দকার।

ভোটে কারচুপি করার জন্য কেন্দ্রে ক্লোজ সার্কিট ক্যামেরা বন্ধ রাখা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

যদিও রিটার্নিং অফিসার বলেছেন, যেসব ভোট কেন্দ্রে ক্লোজ সার্কিট ক্যামেরা আছে, সেগুলো সবই সচল থাকবে ভোটের দিন।

এছাড়া এই নির্বাচনে অন্য প্রার্থী রয়েছেন বাংলাদেশ কল্যাণ পাটির রাশেদ ফেরদৌস, খেলাফত মজলিসের সিরাজুল মামুন, ইসলামী আন্দোলনের মাসুম বিল্লাহ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী জসীম উদ্দীন। আরও একজন স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম।

English summary
Bangladesh Narayanganj City election completed without any chaos
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X