For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনুপ্রবেশকারীরা উইপোকা! অসমে এনআরসি-ইস্যুতে অমিত শাহকে ‘অজ্ঞ’ বলল বাংলাদেশ

বাংলাদেশি অভিবাসীরা উইপোকার মতো অনুপ্রবেশ করেছেন ভারতে। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর এই কটাক্ষকে ভালো চোখে নিচ্ছে না বাংলাদেশ।

  • |
Google Oneindia Bengali News

বাংলাদেশি অভিবাসীরা উইপোকার মতো অনুপ্রবেশ করেছেন ভারতে। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর এই কটাক্ষকে ভালো চোখে নিচ্ছে না বাংলাদেশ। বিজেপি সভাপতির বাক্যবাণকে অবাঞ্ছিত বলে ব্যাখ্যা করেছেন বাংলাদেশের তথ্যমন্ত্রী। তিনি এমনও বলেছেন, বিজেপির সর্বভারতীয় সভাপতি ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে কথা বলারই যোগ্য নন।

অনুপ্রবেশকারীরা উইপোকা! অসমে এনআরসি-ইস্যুতে অমিত শাহকে ‘অজ্ঞ’ বলল বাংলাদেশ

বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানিয়েছেন, অমিত শাহের এ ব্যাপারে সম্যক ধারণা নেই। কারণ ইতিমধ্যে ভারতের বিজেপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, অসমের জাতীয় নাগরিকপঞ্জি থেকে বাদ পড়া কাউকেই বাংলাদেশে পাঠানো হবে না। বাংলাদেশ অভিবাসীদের উইপোকা বলে মন্তব্য করে তিনি নিম্নরূচির পরিচয় দিয়েছেন বলেও জানান তিনি।

অমিত শাহ যে ধরনের মন্তব্য করেছেন, তা নিয়ে আমরা তাঁর কথার কোনও গুরুত্ব দিচ্ছি না। আমরা ওই বক্তব্যকে ভারত সরকারের বক্তব্য বলেও ধরছি না। বাংলাদেশের মন্ত্রী বলেন, অসমের এনআরসি এবং ভারতের বাংলাভাষী নাগরিকদের উন্নয়নের বিষয়টি পুরোপুরি ও দেশের অভ্যন্তরীণ সমস্যা। আমরা ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের কথাকেই সর্বাগ্রে গুরুত্ব দিচ্ছি। অমিত শাহের মন্তব্যকে আমরা ধর্তব্যের মধ্যেই আনছি না।

[আরও পড়ুন: ৫ হাজার কোটি টাকা জালিয়াতিতে অভিযুক্ত গুজরাতের ব্যবসায়ীও দেশ ছেড়ে পগারপার][আরও পড়ুন: ৫ হাজার কোটি টাকা জালিয়াতিতে অভিযুক্ত গুজরাতের ব্যবসায়ীও দেশ ছেড়ে পগারপার]

বিজেপির সর্বভারতীয় সভাপতি রাজস্থানের সাওয়াই মাধোপুর জেলার গঙ্গাপুরে এর নির্বাচনী জনসভায় অনুপ্রবেশ নিয়ে মন্তব্য করেন। অসমের এনআরসি প্রসঙ্গে তিনি বাংলাদেশিদের উইপোকার সঙ্গে তুলনা করেন। এ প্রসঙ্গে ১৯৭১ মুক্তিযুদ্ধের অভিজ্ঞ নেতা তথা মন্ত্রী অমিত শাহের সমালোচনা করেন।

[আরও পড়ুন: রাহুলের আরএসএস তির নিয়ে কড়া অবস্থান স্বরাষ্ট্রমন্ত্রকের! কী ইঙ্গিত দিল এসপিজি][আরও পড়ুন: রাহুলের আরএসএস তির নিয়ে কড়া অবস্থান স্বরাষ্ট্রমন্ত্রকের! কী ইঙ্গিত দিল এসপিজি]

তিনি বলেন, অসমে এনআরসি নিয়ে ভারত-বাংলাদেশ সরকারি পর্যায়ে কথোপকথনের বিষয়টি সম্ভবত বিজেপি প্রধানের পুরোপুরি অজ্ঞাত। তাই তিনি ওই ধরনের মন্তব্য করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলার উপস্থিতিতে ঢাকায় এই বিষয়ক আলোচনা হয়েছে। সেখানে এনআরসিকে ভারতের অভ্যন্তরীণ সমস্যা বলে ব্যাখ্যা করা হয়েছে।

[আরও পড়ুন:বঙ্গ বিজেপিতে রয়েছেন 'মিরজাফর'! নিজের বাহিনী নামিয়ে 'গোয়েন্দাগিরি' অমিত শাহের][আরও পড়ুন:বঙ্গ বিজেপিতে রয়েছেন 'মিরজাফর'! নিজের বাহিনী নামিয়ে 'গোয়েন্দাগিরি' অমিত শাহের]

English summary
Bangladesh Minister says BJP president Amit Shah’s termite remark was unwanted. He also says Amit Shah was not qualified to speak on India-Bangladesh relationship,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X