For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তারেক রহমান কি বাংলাদেশে ফিরবেন? তাঁর পাসপোর্ট নিয়ে যা বললেন মন্ত্রী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী-কন্যা তাঁদের পাসপোর্ট ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রকে জমা দিয়েছেন। এমনটাই বলেছেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

  • |
Google Oneindia Bengali News

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী-কন্যা তাঁদের পাসপোর্ট ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রকে জমা দিয়েছেন। এমনটাই বলেছেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সেখান থেকে ওই পাসপোর্ট লন্ডনে বাংলাদেশের দূতাবাসে পাঠানো হয়েছে। পাসপোর্টগুলো এখন বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের তত্ত্বাবধানে রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

তারেক রহমান কি বাংলাদেশে ফিরবেন? তাঁর পাসপোর্ট নিয়ে যা বললেন মন্ত্রী

লন্ডনে এক অনুষ্ঠানে শাহরিয়ার আলম বলেছিলেন, তারেক রহমান বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন। কেননা তিনি পাসপোর্ট জমা দিয়েছেন।

এ বক্তব্যের পর সোমবার লন্ডনে পলাতক তারেক রহমান বিদেশ প্রতিমন্ত্রী শাহরিয়ারকে আইনি নোটিশ পাঠান। ওই নোটিশে প্রতিমন্ত্রীর বক্তব্য মিথ্যা বলে উল্লেখ করা হয়। নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে শাহরিয়ার আলম জাতির কাছে বা তাঁর কাছে ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়।

নোটিশের ঘটনা প্রকাশের পর বিকেলে সাংবাদিক বৈঠক করেন শাহরিয়ার আলম। তিনি সেখানে বলেন, নোটিশ দেওয়ার কথা শুনে খুশি হয়েছেন। বিএনপির যে আইন-আদালতের প্রতি শ্রদ্ধা ও আস্থা আছে, সেটা জেনে ভাল লেগেছে। তিনি বলেছেন, নোটিশ পেলে জবাবের বিষয়টি দেখা হবে।

শাহরিয়ার আলম বলেছেন, ২০০৮ সালে তারেক রহমান পাসপোর্টের মেয়াদ বাড়ানোর আবেদন করেন। তখন মেয়াদ বাড়িয়ে ২০১৩ সালের ডিসেম্বর পর্যন্ত করা হয়। এরপর তিনি আর মেয়াদ বাড়ানোর আবেদন করেননি। ২০১৪ সালের ২ জুন তিনি সপরিবারে ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রকে পাসপোর্ট জমা দেন। সেখান থেকে তা বাংলাদেশের হাইকমিশনে পাঠানো হয়।

সম্প্রতি লন্ডন সফরে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছিলেন, তারেক রহমানের প্রত্যর্পণের বিষয়ে ব্রিটিশ সরকারের সঙ্গে কথা হয়েছে। মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পরও সে কীভাবে লন্ডনে থাকে, সেই প্রশ্ন তুলেছিলেন তিনি। তাঁকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছিলেন হাসিনা।

English summary
Bangladesh Minister's reax on BNP leader Tarek Rahman's passport
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X