For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খালেদার চিকিৎসা! আন্তরিক বাংলাদেশ সরকার, আর যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সরকার শতভাগ আন্তরিক। এমনটাই মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

Google Oneindia Bengali News

প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে বাংলাদেশ সরকার আন্তরিক। এমনটাই মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। খালেদা জিয়ার ব্যাপারে তাঁর চিকিৎসকদের সঙ্গে সরকারের যোগাযোগ রয়েছে। তাঁরাই জানিয়েছেন খালেদা জিয়া মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন। জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপরেই তাঁকে হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেওয়া হয়।

খালেদার চিকিৎসা! আন্তরিক বাংলাদেশ সরকার, আর যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়াকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন তাঁর চিকিৎসকরা। কিন্তু সরকারের তরফে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। এবিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বড় বড় চিকিৎসক-গবেষকরা রয়েছেন। একইসঙ্গে তাঁর ব্যক্তিগত চিকিৎসকরাও রয়েছে। তাই সেখানে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এইসময় মন্ত্রী জানান, খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সরকার আন্তরিক।

শনিবার বিকেলে কারাবন্দী খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করতে তাঁর একাধিক ব্যক্তিগত চিকিৎসক পুরনো ঢাকার কেন্দ্রীয় কারাগারে গিয়েছিলেন। সেই দলে ছিলেন ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক এফ এম সিদ্দিকী। তিনি বলেন, গত মঙ্গলবার খালেদা জিয়া হঠাৎ পড়ে গিয়েছিলেন। তাঁর একটি 'মাইল্ড স্ট্রোক' হয়েছে বলে চিকিৎসকদের অনুমান। রোগ সম্পর্কে নিশ্চিত হতে আরও পরীক্ষার প্রয়োজন হওয়ায় বিশেষ সুবিধা যুক্ত হাসপাতালে ভর্তির সুপারিশ করেন চিকিৎসকরা।

English summary
Bangladesh Govt is sincere about Khaleda Zia's treatment, says Home Minister
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X