For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্বাচনের ওপর ভরসা নেই সরকারের, বললেন কামাল হোসেন

সরকার নির্বাচনের ওপর ভরসা করতে পারছে না। এমনটাই মন্তব্য করলেন গণফোরামের সভাপতি সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন। তিনি বলেছেন, গাজিপুর সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিত তার প্রমাণ।

Google Oneindia Bengali News

সরকার নির্বাচনের ওপর ভরসা করতে পারছে না। এমনটাই মন্তব্য করলেন গণফোরামের সভাপতি সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন। তিনি বলেছেন, গাজিপুর সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিত তার প্রমাণ। তিনি বছেলেন, নিরপেক্ষ নির্বাচন হলে এরা ১০ শতাংশ আসন পাবে না। ঢাকায় 'সর্বগ্রাসী লুণ্ঠন বাংলাদেশের বিপুল সম্ভাবনা ধ্বংস করছে' শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছিল 'জাতীয় ঐক্য প্রক্রিয়া'।

 নির্বাচনের ওপর ভরসা নেই সরকারের, বললেন কামাল হোসেন

সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেছেন, নিরপেক্ষ নির্বাচন হলে এরা ১০ শতাংশ আসন পাবে না। নির্বাচন হলে তিন নম্বরি কায়দায় কীভাবে সিংহাসন ধরে রাখা যায়, সে চিন্তা করবেন না। তিনি বলেছেন, সরকার নির্বাচনের ওপর ভরসা করতে পারছে না। গাজিপুর সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিত করা তার প্রমাণ। গাজিপুরে সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিত হয়ে গেল, অথচ নির্বাচন কমিশন কিছুই জানে না।

ড. কামাল হোসেন বলেন, ক্ষমতা জোর করে ধরে রাখা একটি গুরুতর অপরাধ। এই ভুল না করার আহ্বান জানান তিনি। সরকারের উদ্দেশে তিনি বলেন, এগুলো করবেন না। অনেক দেশে এগুলো করে কেউ পার পায়নি। অনেক সংসদ সদস্য আছেন, যাঁদের সৎভাবে প্রার্থী হওয়ার সম্ভাবনা নেই। যে কারণে ১৫৩টি আসনে বিনা ভোটে জয়ের ঘটনা ঘটে।

দেশের টাকা লুটপাটের বিষয়ে ড. কামাল হোসেন অভিযোগ করে বলেন, হাজার হাজার কোটি টাকা লুট হচ্ছে। কাউকে ধরা হচ্ছে না, কাউকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে না। চার হাজার কোটি টাকা লুটপাটের ঘটনায়ও কোনও প্রতিক্রিয়া হয়নি।

ড. কামাল হোসেন আরও বলেন, জনসভা হচ্ছে না কেন? কারণ জনসভা করতে দেওয়া হচ্ছে না। এ সময় তিনি আগামী ঈদের পর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার কথা ঘোষণা করেন। সেখানে তিনি সবাইকে নিয়ে একটি জনসভা করার আশা প্রকাশ করেন। এ ছাড়া সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এ বছরের মধ্যে প্রতিটি উপজেলা, জেলায় নিজেদের প্রতিনিধি মনোনয়নের বিষয়টি শেষ করার আহ্বান জানান তিনি। এই প্রতিনিধিরা সংসদে সবার প্রতিনিধিত্ব করবেন বলে জানিয়েছেন তিনি।

অনুষ্ঠানে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, দেশে ভেজাল গণতন্ত্র আর ধাপ্পাবাজি চলছে। দেশে গণতন্ত্রের চর্চা ফিরিয়ে আনতে হলে ড. কামাল হোসেনের মতো মানুষদের সামনে আনতে হবে। সুশাসন প্রতিষ্ঠা করতে চাইলে বিবেকবান লোকদের নির্বাচিত করতে হবে।

English summary
Bangladesh government does not have trust on election, said Kamal Hossain
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X