For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এসএসসি ও এইচএসসি: আগামী নভেম্বর মাসে হবে মাধ্যমিক ও ডিসেম্বরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা

এসএসসি ও এইচএসসি: আগামী নভেম্বর মাসে হবে মাধ্যমিক ও ডিসেম্বরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা

  • By Bbc Bengali

মাধ্যমিক পরীক্ষার্থী (পুরনো ছবি)
Getty Images
মাধ্যমিক পরীক্ষার্থী (পুরনো ছবি)

বাংলাদেশে আগামী নভেম্বর মাসে মাধ্যমিক বা এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ডিসেম্বর মাসে হবে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি ও সমমানের পরীক্ষা। করোনাভাইরাস মহামারির কারণে এক বছর বন্ধ থাকার পর এবার হচ্ছে এইচএসসি পরীক্ষা।

২০২০ সলে বাংলাদেশের সব উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে পূর্ববর্তী পরীক্ষাগুলোর ফলাফলের ভিত্তিতে পাস করিয়ে দেয়া হয়েছিল, যেটাকে অনেকেই 'অটোপাস' বলে বর্ণনা করেন।

বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় সোমবার তাদের ওয়েবসাইটে দুই পাবলিক পরীক্ষার অনুমোদিত সময়সূচী প্রকাশ করে।

এ অনুযায়ী, ১৪ই নভেম্বর থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। আর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে দোসরা ডিসেম্বর থেকে।

উভয় পরীক্ষা শুরু হবে পদার্থ বিজ্ঞান বিষয় দিয়ে।

প্রতিটি পরীক্ষা অনুষ্ঠিত হবে দেড় ঘণ্টা ধরে।

এমনিতে এসব পাবলিক পরীক্ষার প্রতিটি বিষয় তিন ঘণ্টা ধরে পরীক্ষা নেয়া হয়।

এসএসসি পরীক্ষার রুটিন দেখতে এখানে ক্লিক করুন।

এইচএসসি পরীক্ষার রুটিন দেখতে এখানে ক্লিক করেন।

এদিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বা মাউশি এখন পর্যন্ত শুধু এসএসসি পরীক্ষার সূচী প্রকাশ করলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচী প্রকাশ করেনি। সাধারণত এসব পাবলিক পরীক্ষা মাউশির অধীনেই নেয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা খালেদা আকতার বিবিসিকে বলেন, ''মন্ত্রণালয় থেকে প্রস্তাবিত রুটিনের অনুমোদন দিয়ে চিঠি পাঠানো হয়েছে। এখন বোর্ডগুলো তাদের ওয়েবসাইটে নিজস্ব সময়সূচী প্রকাশ করবে।''

মাদ্রাসা শিক্ষাবোর্ডও এরই মধ্যে দাখিল পরীক্ষার সময়সূচী প্রকাশ করেছে, যেটা এসএসসি সমমানের এবং একই সময়ে অনুষ্ঠিত হবে।

সাধারণত বছরের ফেব্রুয়ারি মাস নাগাদ এসএসসি পরীক্ষা আর এপ্রিল-মে নাগাদ এইচএসসি পরীক্ষা হয়ে থাকে। কিন্তু কোভিড-১৯ সংক্রমণ অব্যাহত থাকার কারণে সেটি পিছিয়ে দেয়া হয়।

পরীক্ষার সময়সূচীতে বলা হয়েছে, কোভিড-১৯ অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে।

পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে পরীক্ষা শুরুর তিনদিন আগে প্রবেশপত্র সংগ্রহ করবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে সাড়ে ১১টা এবং বিকাল ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশে দেড় বছরের বেশি সময় স্কুল-কলেজ বন্ধ থাকার পর ১২ই সেপ্টেম্বর থেকে পুনরায় খুলে দেয়া হয়েছে।

তখন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, এই বছরের নভেম্বর-ডিসেম্বর মাস নাগাদ এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠানের পরিকল্পনা করা হচ্ছে।

বিবিসি বাংলার অন্যান্য খবর:

হুয়াওয়ে মালিকের মেয়ের মুক্তি কি চীন-মার্কিন আপোষের ইঙ্গিত?

কুঁচিয়া চাষ যেভাবে অনেকের জন্য আর্শীবাদ হয়ে উঠেছে

হেলমান্দে দাড়ি কামানো বা ছাঁটার ওপরে নিষেধাজ্ঞা দিল তালেবান

ইভানা আত্মহত্যা প্ররোচনা মামলায় একজন চিকিৎসক কেন আসামী

English summary
Bangladesh Board examination will be in November
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X