For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্যাঙ্গালোরে বর্জ্য পানি ব্যবহৃত হচ্ছে সিল্ক শাড়ি তৈরির কাজে

মাটির নিচের পানির উৎস ব্যবহারের ক্ষেত্রে ভারত হচ্ছে পৃথিবীর অন্যতম বৃহত দেশ। কিন্তু ক্রমবর্ধমান জনসংখ্যা এবং নগরায়নের কারণে সেখানে পানির উৎস এবং সরবরাহ ক্রমাগত কমে যাচ্ছে।

  • By Bbc Bengali

মাটির নিচের পানির উৎস ব্যবহারের ক্ষেত্রে ভারত হচ্ছে পৃথিবীর অন্যতম বৃহত দেশ। কিন্তু ক্রমবর্ধমান জনসংখ্যা এবং নগরায়নের কারণে সেখানে পানির উৎস এবং সরবরাহ ক্রমাগত কমে যাচ্ছে।

দক্ষিণ ভারতে ব্যাঙ্গালোর শহরের কৃষকদের সেচের পানির কুয়ো শুকিয়ে যাচ্ছে নিয়মিত।

কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহবায়ক লুৎফুন্নাহার লুমা
BBC
কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহবায়ক লুৎফুন্নাহার লুমা

সেই সমস্যা কাটাতে কয়েকজন কৃষক শহরের অশোধিত বর্জ্য পানি ব্যবহার করছেন কৃষি কাজে, তবে খাদ্য শস্য বা সবজি ফলানোর জন্য নয়।

তারা এ পানি ব্যবহার করছেন তুঁত উৎপাদনে - যা কাজে লাগানো হয় সিল্কের শাড়ি তৈরির কাজে।

ভারতের ব্যাঙ্গালোর শহরকে বলা হয় ভারতের সিলিকন ভ্যালি। কিন্তু গগনচুম্বী অট্টালিকা আর আইটি পার্কের এই শহরের মাটির নিচে এক গুরুতর সমস্যা দানা বাঁধছে।

এই শহরের বাসিন্দাদের জন্য পানির প্রধান উৎস হচ্ছে ভূগর্ভস্থ পানি এবং তা তোলা হয় মাটির গভীর পর্যন্ত যাওয়া পাম্প মেশিন দিয়ে।

ব্যাঙ্গালোরে এরকম ৪ লাখ পাম্প আছে। এগুলো থেকে পানি তোলার পর হাজার হাজার ট্যাংকারে করে সেগুলো লক্ষ লক্ষ লোকের বাড়িতে বাড়িতে পৌঁছে দেয়া হয়।

মনে করা হয়, ব্যাঙ্গালারের জন্য প্রতিদিন ৪০ থেকে ৫০ কোটি লিটার পানি দরকার হয়।

কিন্তু শহর যত বড় হচ্ছে, পানি তোলার পরিমাণও ততই বাড়ছে এবং এখন এমন অবস্থা হয়েছে যে আশংকা করা হচ্ছে - অচিরেই ভূগর্ভস্থ পানির স্তর শেষ হয়ে যাবে।

আরো পড়তে পারেন:

'আস্থাহীনতার রাজনীতির সূত্রপাত ১৫ই অগাস্ট থেকে'

শেখ মুজিব হত্যাকাণ্ডে যেমনটা ছিল ভারতের প্রতিক্রিয়া

শেখ মুজিব হত্যার পর জেনারেল জিয়া যে মন্তব্য করেছিলেন

একজন পানির ট্যাংকার অপারেটর হরিশ। তিনি বলছেন, আমরা যদি পানি না নিয়ে যাই, তাহলে শহরের লোক কোন পানিই পাবে না।

"যেসব জায়গা আগে ছিল জলাশয়, লোকে যেখানে চাষবাসও করতো। তখন ৩০০ ফিট নিচেই পানি পাওয়া যেতো। কিন্তু এখন পানির স্তর ৭শ. ৮শ, ১ হাজার ফিট থেকে নামতে নামতে ১৪শ থেকে ১৫শ ফিটে নেমে গেছে।"

অন্যদিকে এই নগরায়নের কারণে মাটির ওপরে পানির উৎস এত কমে গেছে যে কৃষিকাজের জন্য পানি দুষ্প্রাপ্য হয়ে গেছে।

এই পরিবর্তন নিজের চোখে দেখেছেন কৃষক মুনিরাজু ।

"আমি এই ক্ষেত্রে কাজ করছি ছোটবেলা থেকে। এখন আমার বয়েস ৪৫। আমাদের কুয়ো শুকিয়ে যাবার পর আমি পাঁচ বছর অন্য একজনের খামারে কাজ করি। বর্ষার সময়ং পয়প্রণালীর পাইপে কিছু পানি পাওয়া গেল - সেটা আমরা পাইপ লাগিয়ে আমাদের ক্ষেতের জন্য ব্যবহার করেছি" - বলছিলেন তিনি।

কিন্তু এ ভাবে পয়:বর্জ্যের লাইন থেকে পানি এনে কৃষিকাজে ব্যবহার করা খুবই ঝুঁকিপূর্ণ । কারণ এসব ফসল বা সব্জি থেকে ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে।

এ কারণে মুনিরাজু অন্য এক বুদ্ধি বের করলেন । তিনি তুঁতের চাষ শুরু করলেন।

আরো পড়তে পারেন:

সর্বনিম্ন কলরেট বাড়ায় খরচ কমবে না বাড়বে?

দামেস্কের পরেই বসবাসের 'অযোগ্য' শহর ঢাকা

তুরস্ক আর যুক্তরাষ্ট্রের বিরোধের কেন্দ্রে যে ধর্মযাজক

এই তুঁত গাছের পাতা সিল্ক তৈরিতে ব্যবহৃত হয়। রেশমের শুঁয়োপোকা গুটিতে পরিণত হওয়ার আগ পর্যন্ত তাকে খাওয়ানো হয় এই তুঁত গাছের পাতা।

এই গুটি থেকে পাওয়া যাওয়া সিল্ক সুতো - আর এ দিয়ে তৈরি হয় শাড়ি।

তিনি বলছেন, তার পরিচিত অন্য অনেক কৃষকই এখন তুঁত চাষ করছেন।

"স্থানীয় বেশ কয়েকজন কৃষক আমার পরামর্শ নিয়ে এখন তুঁত চাষ করছে, এবং তারা বেশ ভালো উপার্জন করছে"- বলছেন তিনি।

ব্যাঙ্গালোরের পানি ব্যবহার সংক্রান্ত একজন বিশেষজ্ঞ বিশ্বনাথ বলেন, এটা চাষীদের অনুপ্রাণিত করবে, বিচক্ষণভাবে পানি ব্যবহার করতে।

তার কথা "ভারত প্রতিবছর ২৫০ কিউবিক কিলোমিটার পানি ব্যবহার করছে - যা চীন ও যুক্তরাষ্ট্রের সম্মিলিত পানি ব্যবহারের পরিমাণের চেয়েও বেশী।"

"কাজেই মণিরাজু যা করছেন তা ভারতের লক্ষ লক্ষ কৃষককে পথ দেখাতে পারে। আমরা এর ফলে খাদ্য পণ্যের পরিবর্তে অন্য ফসল চাষের জন্য শহরের অশোধিত পানি ব্যবহার করতে পারি।"

English summary
Bangalore is making silk saree with waste water
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X