For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমেরিকায় ইমরানের অনুষ্ঠানে বিক্ষোভ বালোচের আন্দোলনকারীদের

বালোচ আন্দোলনের আঁচ এবার গিয়ে পড়ল আমেরিকায় পাক প্রধানমন্ত্রী ইমরান খানের অনুষ্ঠানে। ‘‌নয়া পাকিস্তান’‌ গড়ার ডাক দিয়ে আমেরিকার ওয়াশিংটনের এরিনা হলে বক্তৃতা করছিলেন ইমরান খান।

Google Oneindia Bengali News

‌বালোচ আন্দোলনের আঁচ এবার গিয়ে পড়ল আমেরিকায় পাক প্রধানমন্ত্রী ইমরান খানের অনুষ্ঠানে। '‌নয়া পাকিস্তান'‌ গড়ার ডাক দিয়ে আমেরিকার ওয়াশিংটনের এরিনা হলে বক্তৃতা করছিলেন ইমরান খান। হল ভর্তি লোকের মাঝে হঠাৎ করে স্বাধীন বালোচের দাবিতে স্লোগান দিয়ে উঠলেন আন্দোলনকারীরা। সংখ্যায় তাঁরা তিন জন হলেও পাকিস্তান বিরোধী স্লোগানে বক্তৃতায় ব্যঘাত ঘটে ইমরানের‌।

আমেরিকায় ইমরানের অনুষ্ঠানে বিক্ষোভ বালোচের আন্দোলনকারীদের

একাধিক সংবাদ মাধ্যমের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সংবাদ সংস্থা এএনআইয়ের ভিডিওয় দেখা গিয়ে ইমরানের বক্তৃতা যখন প্রায় মাঝপথে ঠিক তখনই স্বাধীন বালোচের দাবিতে স্লোগান তোলেন কয়েকজন। দিতে থাকেন পাকিস্তান বিরোধী স্লোগান। টানা পাকিস্তান বিরোধী স্লোগানে বক্তৃতার মাঝপথেই থমকে যান ইমরান খান।

ইমরানের আমেরিকা সফরের বিরোধিতায় আগে থেকেই প্রতিবাদ দেখাতে শুরু করেছিলেন মুত্তেহিদা কাসিমি মুভমেন্ট(‌এমওএম)‌। যদিও ওয়াশিংটনের এরিনা হলে বিক্ষোভ দেখানোর খবর কোনওভাবে প্রচার হতে দেয়নি পাকিস্তানি মিডিয়াগুলি। তারা বারবার এরিনা হলে ভিড়ের ভিডিও দেখাতে থাকে।

কয়েকদিন আগে লন্ডনে ওয়ার্ল্ডকাপ ক্রিকেট ম্যাচ চলাকালীনও পাকিস্তানের খেলার দিন লর্ডসের মাঠের বাইরে বালোচের আন্দোলনকারীরা পোস্টার লাগিয়েছিলেন। লন্ডনের একাধিক রাস্তায় সেই পোস্টার দেখা গিয়েছিল। প্রসঙ্গত সেদিন খেলা দেখতে লন্ডনে গিয়েছিলেন পাক সেনা প্রধান। তাঁর উপস্থিতির মাঝেই এটা ঘটে। তারপরে আবার আমেরিকায় ইমরান খানের সভার মাঝে বালোচে আন্দোলনকারীদের এই বিক্ষোভ নজর টেনেছে আন্তর্জাতিক মহলের‌।

English summary
Baloch activists raising slogans in the middle of Imran Khan’s speech
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X