বালাকোটে এয়ারস্ট্রাইকের পর পাক জঙ্গিরা ঘাঁটি সরিয়ে কোন গোপন ডেরায় ঢুকছে! প্রকাশ্যে তথ্য
বালাকোটে ভারতীয় সেনার এয়ারস্ট্রাইকের পর পাকিস্তানের তরফে জানানো হয়েছিল কোনও ক্ষয়ক্ষতিই হয়নি হামলায়। কয়েকটি গাছ শুধু মরেছিল বালাকোটে , এমনই জানিয়েছিল পাকিস্তান। পাকিস্তানের মাটিতে কতজন জঙ্গি মারা গিয়েছিল ভারতীয় বায়ুসেনার এয়ারস্ট্রাইকে , তা নিয়েও ছিল প্রশ্ন। এদিকে, সেই বালাকোট হামলার পর পাকিস্তানের জঙ্গি ডেরা ধীরে ধীরে সরে যাচ্ছে বলে খবর গোয়েন্দা রিপোর্টে । এক নজরে দেখে নেওয়া যাক , কোথায় সরছে পাকিস্তানি জঙ্গিদের ডেরা।

বালাকোট স্ট্রাইক
ভারতীয় গোয়েন্দা সূত্র অনুযায়ী, ২৫ ফেব্রুয়ারী ২০১৯ সালে বালাকোটের জঙ্গি প্রশিক্ষণ শিবিরে ৩০০ টি মোবাইল সচল থাকার তথ্য উঠে আসে টাওয়ার লোকেশনের মাধ্যমে। সেই রাত পার হতেই ২৬ ফেব্রুয়ারি ভোর রাতে বালাকোটে হামলা হয়। আর তারপর আর কোনও নিশানা পাওয়া যায়নি মোবাইল নেটওয়ার্কের। ফলে ধরে নেওয়া হয়েছিল ১২ টি মিরাজ ২০০ যুদ্ধবিমান কার্যত গুঁড়িয়ে দিয়েছে ৩০০ জন জঙ্গিকে।

সন্ত্রস্ত পাকিস্তানের চাল
বালাকোট হামলার পরে পাকিস্তান জঙ্গি শিবির নিয়ে বড়সড় পদক্ষেপ নিয়ে ফেলেছে। ভারতীয় গোয়েন্দাদের সূত্র বলছে, পাকিস্তান থেকে সরিয়ে এবার আফগানিস্তানের জঙ্গি ডেরার সঙ্গে হাত মিলিয়ে সেখানে জঙ্গি শিবির স্থানান্তরিত করার চেষ্টা করছে পাকিস্তানি জঙ্গিরা।

আফগানিস্তানের জঙ্গি প্রশিক্ষণ শিবির কোথায়?
পাকিস্তানের জঙ্গিগোষ্ঠী জইশ-এ-মহম্মদ ও লঙ্কর-ই-তৈবা এবার পাকিস্তান থেকে নিজের ডেরা সরিয়ে নিয়ে চলে যেতে শুরু করেছে আফগানিস্তানে। সেদেশের নুরিস্তান,নানঘরহর, কান্দাহারে ধীরে ধীরে ডেরা বসাচ্ছে পাকিস্তানি জঙ্গিরা।