For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের NRC-তে প্রভাব পড়বে না বাংলাদেশে, ঢাকায় জানালেন বিদেশ সচিব

ভারতের NRC-তে প্রভাব পড়বে না বাংলাদেশে, ঢাকায় জানালেন বিদেশ সচিব

Google Oneindia Bengali News

ভারতের এনআরসিতে প্রভাব পড়বে না বাংলাদেশে। এমনই জানিয়েছেন বিদেশ সচিব হর্ষ বর্ধন শৃঙ্গালা। যদিও ভারতের সিএএ বিরোধী আন্দোলনেক কারণে গত ডিসেম্বরে সফর বাতিল করেছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আবদুল মোমিন এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান। সিএএ-র কারণে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে বলে অভিযোগ করেছে বিরোধীরা।

এনআরসিতে প্রভাব পড়বে না বাংলাদেশে

এনআরসিতে প্রভাব পড়বে না বাংলাদেশে

সিএএ নিয়ে প্রথম থেকেই অসন্তুষ্ট বাংলাদেশ। তার আগে এনআরসি নিয়েও কম জলঘোলা হয়নি আসবে। বিজেপিমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা রীতিমত হুমকি দিয়েছে বলেছিলেন এনআরসিতে চিহ্নিত বেআইনি অনুপ্রবেশকারীদের বাংলাদেশে পাঠাবেন তিনি। এনআরসি নিয়ে সবচেয়ে বেশি তোলপাড় হয়েছে অসবে। একাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারী এখনও নিজেদের নাগরিকত্ব প্রমাণে আদালতে ঘুরছেন। বাংলাদেশ যদিও এনআরসি নিয়ে প্রকাশ্যে তেমন কোনও মন্তব্য কখনও করেনি। তবে ঢাকায় ভারতের বিদেশ সচিব হর্ষ বর্ধন শৃঙ্গালা জানিয়েছেন, এনআরসিতে বাংলাদেশে তেমন কোনও প্রভাব পড়বে না।

এনআরসি নিয়ে মোদী-হাসিনা কথা

এনআরসি নিয়ে মোদী-হাসিনা কথা

ভারতে এনআরসি কর্যকর করার পরেও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেেছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে দুই রাষ্ট্রপ্রধানের সঙ্গে এনআরসি নিয়ে আলোচনাও হয়েছে। সেখানে মোদী হাসিনাকে আস্বস্ত করেছিলেন এনআরসিতে বাংলাদেশে কোনও প্রভাব পড়বে না। ঢাকায় সম্মেলনে যোগ দিয়ে মোদীর সেই বার্তাই আবার বাংলাদেশে পৌঁছে দিলেন বিদেশ সচিব।

সিএএ আন্দোলনে আক্রান্ত বাংলাদেশ হাইকমিশন

সিএএ আন্দোলনে আক্রান্ত বাংলাদেশ হাইকমিশন

নাগরিকত্ব সংশোধনী আইনের পর উত্তাল হয়ে উঠেছিল অসব। বাংলাদেশিদের নাগরিকত্ব প্রদানের বিরুদ্ধে সরব হয়েছিলেন অসমের বাসিন্দারা। বাংলাদেশের সহকারী হাইকমিশনারের গাড়ির উপর হামলা চালানো হয়েছিল গুয়াহাটিেত। তারপরেই বাংলাদেশের বিদেশমন্ত্রী ভারত সফর বাতিল করেন।

English summary
Bagladesh does not effected with NRC, says foreign Secretary
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X