For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানের পর আইএসআইএস-এর বিস্ফোরণে কাঁপল বাগদাদ, মৃত ৪৮

পাকিস্তানের ধর্মীয়স্থানের কাছে জঙ্গি হামলার খানিকক্ষণের মধ্যেই বিস্ফোরণে কেঁপে ওঠে ইরাকের বাগদাদ। ঘটনায় এখনও পর্যন্ত মারা গেছেন ৪৮ জন।

  • |
Google Oneindia Bengali News

বাগদাদ, ১৭ ফেব্রুয়ারি : পাকিস্তানের ধর্মীয়স্থানের কাছে জঙ্গি হামলার খানিকক্ষণের মধ্যেই বিস্ফোরণে কেঁপে ওঠে ইরাকের বাগদাদ। ঘটনায় এখনও পর্যন্ত মারা গেছেন ৪৮ জন। আহত হয়েছেন প্রায় ৬০জন মানুষ। পাকিস্তানের বিস্ফোরণের পর , এই ঘটনার দায়ও স্বীকার করে আইএস জঙ্গি সংগঠন।

জঙ্গি হামলায় আহতদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গাড়িবোমা বিস্ফোরণের বাগদাদের বায়া এলাকায় ছড়ায় চাঞ্চল্য। ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণ অংশ এটি। এই বিস্ফোরণ নিয়ে একই সপ্তাহে দ্বিতীয়বার বাগদাদে নাশকতা চালালো জঙ্গিরা।

পাকিস্তানের পর আইএসআইএস-এর বিস্ফোরণে কাঁপল বাগদাদ, মৃত ৪৮

ঘটনায় আহতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে বিস্ফোরণের 'সাফল্যে ' স্বীকার করে ঘটনায় দায় নিয়েছে আইএসাইএস জঙ্গি সংগঠন। তারা জানিয়েছে ইরাক জুড়ে আইএস জঙ্গিদের ওপর হামলার প্রতিশোধ হিসাবে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে।

ইরাকি সেনার আক্রমণে গত একবছর দরে ক্রমেই কোনঠাসা হচ্ছে বিশ্বের বৃহত্তর সন্ত্রাসবাদী সংগঠন আইএসআইএস। সেদেশের মসুলের মতো সন্ত্রাসবাদীদের আঁতুর ঘর থেকে তাদের সরিয়ে ফেলেছে ইরাকি সেনা। বর্তমানে আইএসকে রাক্কার মধ্যে বেঁধে ফেলেছে ইরাকি সেনা।

English summary
At least 48 were killed and nearly 60 injured in a deadly terror attack in Baghdad on Thursday. A car packed with explosives exploded in a Bayaa neighbourhood, a busy dealership region in southern part of the Iraqi capital. Victims have been rushed to nearby hospital.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X