For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোহিঙ্গা ইস্যুতে মায়ানমারের সঙ্গে সমস্যা মেটাতে ভারতকে এই বার্তা বাংলাদেশের

রোহিঙ্গা ইস্যুতে মায়ানমারের সঙ্গে সমস্যা মেটাতে এবার ভারতকে কূটনৈতিক পথে পরোক্ষে মধ্যস্থতাকারী হিসাবে দেখতে চাইছে বাংলাদেশ।

  • |
Google Oneindia Bengali News

রোহিঙ্গা ইস্যুতে মায়ানমারের সঙ্গে সমস্যা মেটাতে এবার ভারতকে কূটনৈতিক পথে পরোক্ষে মধ্যস্থতাকারী হিসাবে দেখতে চাইছে বাংলাদেশ। মায়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর যাতে অত্যাচার , হিংসা বন্ধ হয়ে ,সেবিষয়ে ভারতকে অগ্রণী ভূমিকা নিতে আহ্বান জানালো বাংলাদেশ। ভারতে স্থিত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মুজ্জেম আলি জানিয়েছেন, 'ভারতের সঙ্গে মায়ানমারের সম্পর্ক ভালো। আমরা BIMSTEC -এর সদস্য। ভারত মায়ানমারকে বুঝিয়ে বলুক যে উদ্বাস্তুদের ফেরার জন্য যোগ্য পরিবেশ যাতে মায়ানমার তৈরি করতে পারে। এক্ষেত্রে কোফি আন্নানের রিপোর্টকে সত্ত্বর বলবৎ করা হোক।'

রোহিঙ্গা ইস্যুতে মায়ানমারের সঙ্গে সমস্যা মেটাতে ভারতকে এই বার্তা বাংলাদেশের

উল্লেখ্য, ক্রমাগত রোহিঙ্গা মুসলিমরা শরণার্থী হয়ে আসতে থাকায়, দিন দিন উদ্বাস্তু সমস্যায় আরও জর্জরিত হচ্ছে বাংলাদেশ। বর্তমানে সেদেশে , প্রায় ৬,৭০,০০০ উদ্বাস্তু রোহিঙ্গারা আশ্রয় নিয়েছেন বলে খবর। বাংলাদেশের বিদেশমন্ত্রকের তরফে মায়ানমারের রাখিনে প্রভিন্সে হিংসা বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। যাতে সেখানে নিরাপদে সকলেই থাকেত পারেন। পাশপাশি রোহিঙ্গাদের দেশে ফেরাতে যাতে মায়ানামার উদ্যোগ নিতে শুরু করে, সে বিষয়েও বাংলাদেশের তরফে মায়ানমারকে আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, রোহিঙ্গা সমস্যা নিয়ে অনেকদিন ধরেই বিপর্যস্ত মায়ানমারের রাজনৈতিক পরিস্থিতি। কিছুদিন আগেই সেখানে এক নাশকতা মূলক ঘটনার নেপথ্যে রোহিঙ্গা সমস্যাই মূল কারণ বলে মনে করা হচ্ছে। যে নাশকতার একযোগে সমালোচনা করেছে ভারত ও বাংলাদেশ। তবে, এর পাশপাশি বাংলাদেশ স্পষ্ট করে দিয়েছে যে মায়ানমারে রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে , উদ্বাস্তু সমস্যা নিয়ে ভুগতে হতে পারে ভারতকেও। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যা নিয়ে মায়ানমারের সঙ্গে আলোচনায় বসে সমাধানের রাস্তা খুঁজুক ভারত।

English summary
"India has good relations with Myanmar - we are both members of BIMSTEC. India must emphasize to Myanmar that conditions must be created so that these refugees can return to their country. India can call for the immediate implementation of the Kofi Annan report," said Syed Muazzem Ali, Bangladesh high commissioner to India as Bangladesh grapples with a huge influx of refugees- which now total 6,70,000 - in the midst of one of the worst floods in recent years.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X