For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আরও চাপে ইমরান খান, গদি থেকে টেনে নামাতে 'আজাদি মিছিল' পৌঁছল ইসলামাবাদ

পাকিস্তানে ইমরান খানের সরকারের বিরুদ্ধে আজাদি মার্চ পৌঁছে গেল ইসলামাবাদ। মার্চের নেতৃত্বে আছেন মৌলানা ফজলুর রহমান। ২৭ অক্টোবর করাচি থেকে শুরু হয়েছিল এই আজাদি মার্চ।

Google Oneindia Bengali News

পাকিস্তানে ইমরান খানের সরকারের বিরুদ্ধে আজাদি মার্চ পৌঁছে গেল ইসলামাবাদ। এই মিছিলের নেতৃত্বে আছেন মৌলানা ফজলুর রহমান। ২৭ অক্টোবর করাচি থেকে শুরু হয়েছিল এই আজাদি মার্চ। মার্চে পাকিস্তানের অনেক বিরোধী দল অংশ নিয়েছে। মুসলিম লিগ নওয়াজ, পাকিস্তান পিপলস পার্টি আর আওয়ামি ন্যশানাল পার্টি এদের মধ্যে অন্যতম। একশোরও বেশি বাস এবং ভ্যানে করে জমিয়াত সমর্থকরা সিন্ধু প্রদেশের সুক্কুর থেকে ইসলামাবাদে পৌঁছায়।

লাহোরে রেল দুর্ঘটনার জেরে একদিন পিছিয়ে যায় মার্চ

লাহোরে রেল দুর্ঘটনার জেরে একদিন পিছিয়ে যায় মার্চ

পাকিস্তানজুড়ে জমিয়ত উলামা-ই ফজল সহ ৯টি বিরোধী দলের একটি জোট ইমরানকে ক্ষমতাচ্যুত করতে এই আন্দলোনের ডাক দেয়। ইমরান খান সরকারকে অদক্ষ ও অবৈধ ঘোষণা করে এই বিক্ষোভ শুরু করেন জমিয়ত উলামা-ই ফজলের প্রধান ফজলুর রহমান। সরকার বিরোধী এই পদযাত্রা বৃহস্পতিবার হওয়ার কথা ছিল, কিন্তু লাহোর রেল দুর্ঘটনার কারণে এই র‍্যালি একদিনের জন্য স্থগিত করা হয়। লাহোর রেল দুর্ঘটনায় কমপক্ষে ৭৪ জনের মৃত্যু হয়েছে।

বিরোধীদের আটকাতে তৎপর ইমরান সরকার

বিরোধীদের আটকাতে তৎপর ইমরান সরকার

প্রসঙ্গত, ২০১৪ সালে এরমই এক আজাদি মার্চের মাধ্যমে তৎকালীন নওয়াজ শরিফের সরকারের বিরুদ্ধে তোপ দেগেছিল ইমরানের নেতৃত্বাধীন তেহরিক-ই-ইনসাফ। এদিকে বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনার কথা জানিয়ে সরকার বলছে, রাজধানীর জনজীবন কাউকেই অচল করতে দেয়া হবে না। ইসলামাবাদে যাতে কোনও ধরনের অশান্তি বা অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আঁটোসাটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

দীর্ঘ আন্দলোনের প্রস্তুতি

দীর্ঘ আন্দলোনের প্রস্তুতি

যারা আজাদি পদযাত্রায় অংশ নিয়েছে তাদের খাবার-দাবার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে নিয়ে সেখানে যেতে আহ্বান জানিয়েছিল জমিয়ত। যাতে তারা অন্তত পাঁচ দিন চলতে পারেন। দলটি তাদের নেতাকর্মীদের ৩২ দফার নির্দেশনা দিয়েছে। জেইউআই-এফের সিন্ধুপ্রদেশের প্রাদেশিক আমির মাওলানা রশিদ সুমরো এই নির্দেশনা জারি করেন। গাড়ি ভাড়া করে লোকজনকে একমুখী পথ দিয়ে ইসলামাবাদে নিয়ে আসতে নির্দেশনা দেয়া হয়েছে জমিয়তের স্থানীয় স্তরের সংগঠনগুলিকে। ইসলামাবাদে অন্তত সপ্তাহব্যাপী অবস্থানের প্রস্তুতি নিয়ে আসতে বলা হয়েছে জমিয়তের নেতাকর্মীদের।

ভারতের বিরুদ্ধেও তোপ ফজলুর রহমানের

ভারতের বিরুদ্ধেও তোপ ফজলুর রহমানের

মৌলানা ফজলুর রহমান তাঁর দলের কর্মীদের উদ্দেশ্যে জানান যে এই আন্দোলন শুধুমাত্র পাকিস্তানের বিরুদ্ধে নয়, ভারতীয় সেনারা যেভাবে কাশ্মীরবাসীর জীবন দুর্বিষহ করে তুলেছে তার বিরুদ্ধেও এই লড়াই। তিনি জানান, নিপীড়িত কাশ্মীরিদের সমর্থনে তাঁদের এক হতে হবে। কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তান উভয় দেশের যে সংঘাত, তা নিয়েই আন্দোলন জেইউআই দলের। এই আন্দোলনের পাশাপাশি পাকিস্তান জুড়ে ভারত-বিরোধী প্রতিবাদও গড়ে তুলবে এই দলটি। মৌলানা ফজলুর রহমান জানান, পাকিস্তানের অবৈধ সরকারকে সরাতে হবে।

English summary
Azadi March reaches Islamabad, prtest held to dethrone Imran Khan from power in Pakistan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X