For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরোধীদলকে নির্বাচনে আনতে কোনও সাহায্য নয়! আর যা বললেন ওবায়দুল কাদের

বিএনপিকে নির্বাচনে আনতে ক্ষমতাসীন দল কোনও চেষ্টা করবে না, বলেছেন বাংলাদেশের মন্ত্রী

  • |
Google Oneindia Bengali News

বিএনপিকে নির্বাচনে আনতে ক্ষমতাসীন দল কোনও চেষ্টা করবে না। বিএনপির নির্বাচনে আসা বা না-আসা সম্পূর্ণ তাদের ব্যাপার। এমনটাই মন্তব্য করলেন আওয়ামি লিগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।

বিরোধীদলকে নির্বাচনে আনতে কোনও সাহায্য নয়! আর যা বললেন ওবায়দুল কাদের

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামি লিগের কার্যালয়ের সামনে দলের সহযোগী সংগঠন শ্রমিক লিগের শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, শুধু বিএনপি নয়, অন্য কোনও দলকেই নির্বাচনে আনার দায়িত্ব আওয়ামি লিগের নয়। সে ধরনের চেষ্টাও আওয়ামি লিগ করবে না।

ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামি লিগ চায়, আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক। সে জন্য এই নির্বাচনে বিএনপি আসুক, সেটাও তারা চায় বলেও মন্তব্য করেছেন ওবায়দুল কাদের।

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম সোমবার বলেছেন, আগামী অক্টোবরের মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। এই প্রসঙ্গ উল্লেখ করে আওয়ামি লিগের সাধারণ সম্পাদক বলেন, তফসিল হলেই নির্বাচনী ট্রেন চলা শুরু করবে। ট্রেন ধরে গন্তব্যে পৌঁছানো প্রতিটি রাজনৈতিক দলের কৌশল। এখানে একটি দল আরেকটিকে জোর করে বা বুঝিয়ে আনার কোনও সুযোগ নেই। এটা প্রতিটি দলের অভ্যন্তরীণ সিদ্ধান্তের ব্যাপার।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকালে বর্তমান প্রধানমন্ত্রীই সরকারপ্রধান থাকবেন। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। তাদের সহায়তা করবে সরকার।

সমাবেশে শ্রমিকদের সতর্কতার সঙ্গে কাজ করার আহ্বান জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, যাতে কেউ দুর্ঘটনায় না পড়ে, সে জন্য নিরাপত্তার বিষয়টি শ্রমিকদেরও দেখতে হবে। দুর্ঘটনা এড়াতে গণপরিবহন শ্রমিকদের সতর্ক থাকার অনুরোধ জানান সড়ক পরিবহনমন্ত্রী।

English summary
Awami League will not help BNP to take part in the Election, Says Bangladesh Minister
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X