For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিএনপি-র 'লং মার্চ' নিছকই ভারত-বিরোধী, বলছে আওয়ামী লীগ

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

তিস্তা
ঢাকা, ২১ এপ্রিল: শুখা তিস্তা নদীর উদ্দেশে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার 'লং মার্চ' কর্মসূচি নিছক ভারত-বিরোধিতা করা ছাড়া আর কিছুই নয়। সোমবার এ কথা বললেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

এদিন ঢাকা রিপোটার্স ইউনিটি মিলনায়তনে বঙ্গবন্ধু আকাদেমির একটি সেমিনারে সুরঞ্জিতবাবু বলেছেন, "খালেদার অপরাজনীতি মানুষ বুঝে ফেলেছে। তিনি শুধুই ভারত বিরোধিতাকে উসকে দিতে চান। এতে লাভ কিছু হবে না। ওদেশে এখন নির্বাচন চলছে। যে সরকার ক্ষমতায় আসবে, তাদের সঙ্গে আলোচনা করেই আমরা সমস্যার সমাধান করব। খালেদা জিয়ার চালটা মাঠে মারা যাবে।"

সরাসরি খালেদা জিয়াকে বিঁধে সুরঞ্জিতবাবু আরও বলেন, "সস্তার রাজনীতি করার জন্য বিএনপি নেত্রী লং মার্চ করছেন। উনি ভালোই জানেন, এখন ভারতে নির্বাচন হচ্ছে। ফলে তিস্তা ইস্যুতে ওরা এখন আলোচনা চালাবে না। বৈশাখের দাবদাহে নিজে এসি গাড়িতে বসে থাকবেন আর জনগণ কষ্ট করে রোদে হেঁটে লং মার্চ করবে। মনে রাখবেন, তিস্তা চুক্তির বাস্তবায়নই শুধু বাকি। একে রাজনীতিক ইস্যু করবেন না। এই লং মার্চ যদি হিংসাত্মক হয়, তা হলে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে।"

প্রসঙ্গত, তিস্তার জল আনতে আওয়ামী লীগ সরকার ব্যর্থ হওয়ায় তাদের পুনঃপুন বিঁধছে বিএনপি। যেমন গতকালই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, "এখন বাংলাদেশে যে সরকার ক্ষমতায় আছে, তারা ভারতের কাছ থেকে কোনও কিছু আদায় করতে পারবে না। ভারতের প্রতি অতিরিক্ত প্রেমে গদগদ হয়ে তারা সব উজাড় করে দিয়েছে। এখন তিস্তা বা অন্য়ান্য ইস্যুতে দর কষাকষির কোনও হাতিয়ার আমাদের কাছে নেই। আমাদের শাসকরা ভাবছে না এই কারণে, কারণ তারা এ দেশের জনগণের আস্থার সরকার নয়। তারা কেবল পাশের দেশের সমর্থনেই টিকে আছে। তাই ভারতকে খুশি করতেই তারা কাজ করে যাচ্ছে।"

প্রসঙ্গত, তিস্তা নদীতে পর্যাপ্ত জলের দাবিতে আগামীকাল অর্থাৎ ২২ এপ্রিল 'লং মার্চ' করবে বিএনপি। এতে ভালো সাড়া পড়বে বলে আশা দলের।

English summary
Awami League criticizes BNP's 'Long March', dubbed it as 'Anti-Indian
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X