For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোভিড বিধ্বস্ত ভারত থেকে ফিরলে পাঁচ বছরের জেল হতে পারে অস্ট্রেলিয়ার নাগরিকদের

কোভিড বিধ্বস্ত ভারত থেকে ফিরলে পাঁচ বছরের জেল হতে পারে অস্ট্রেলিয়ার নাগরিকদের

Google Oneindia Bengali News

ভারতে করোনা ভাইরাসের ভয়াবহতা মারাত্মক আকার ধারণ করেছে। যে কারণে এই দেশ থেকে যাত্রী প্রবেশের ওপর কড়া বিধি নিষেধ জারি করল অস্ট্রেলিয়া সরকার। শনিবার অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয় যে সেই নাগরিকরা যদি গত সোমবার থেকে ১৪দিনের মধ্যে ভারতে থাকেন তাঁরা অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে পারবেন না এবং যাঁর এই নির্দেশ মানবেন না তাঁদের জেল ও জরিমানা করা হবে।

অস্ট্রেলিয়ায় প্রবেশ নয়

অস্ট্রেলিয়ায় প্রবেশ নয়

নাগরিকদের নিজের বাড়িতে ফেরা নিয়ে এ ধরনের শাস্তির নোটিশ শুক্রবারই অস্ট্রেলিয়া জরুরি ভিত্তিতে জারি করেছে। এর আগেও ভারতে করোনা ভাইরাসের দ্রুত বৃদ্ধি ও মৃত্যুর দিকে নজর রেখে এই দেশ থেকে যাত্রীবাহী বিমান আসার ওপরও নিষেধাজ্ঞা জারি করেছিল অস্ট্রেলিয়া সরকার। অস্ট্রেলিয়ার স্বাস্থ্য মন্ত্রী গ্রেগ হান্ট এখ বিবৃতিতে জানিয়েছেন যে এটা ৩ মে থেকে কার্যকর হবে এবং এই নিষেধাজ্ঞা অমান্য করলে নাগরিকদের পাঁচ বছরের জেল হতে পারে। তিনি বলেন, '‌সরকার এই সিদ্ধান্ত মোটেও খুব হাল্কাভাবে দেখছে না।'‌

৬৫০ জন অস্ট্রেলিয়ান আক্রান্ত

৬৫০ জন অস্ট্রেলিয়ান আক্রান্ত

ভারতে প্রায় ৯ হাজার অস্ট্রেলিয়ান নাগরিক রয়েছেন। যাদের মধ্যে ৬৫০ জনের অবস্থা গুরুতর। অস্ট্রেলিয়ায় জনস্বাস্থ্য ও কোয়ারেন্টাইন পদ্ধতি চালু থাকার কারণে কোভিড-১৯ কেসগুলিকে হ্রাস করা সম্ভব হয়েছে। আগামী ১৫ মে সিদ্ধান্ত পুনরায় বিবেচনা করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। ভারতে করোনা ভাইরাসের মৃত্যু এই সপ্তাহে ২ লক্ষ অতিক্রম করে গিয়েছে এবং সংক্রমণের সংখ্যা ১.‌৯ কোটি। ধর্মীয় উৎসব ও নির্বাচন জনসভার মতো সুপার স্প্রেডার ইভেন্টগুলির কারণে ভারতে অতি দ্রুত এই মারণ ভাইরাস ছড়িয়ে পড়ে।

 এই সিদ্ধান্তকে সমর্থন করছেন না অনেকে

এই সিদ্ধান্তকে সমর্থন করছেন না অনেকে

ভারতে অস্ট্রেলিয়ান সার্জন নীলা জানাকিরমণন বলেছিলেন যে ভারত থেকে প্রত্যাবর্তন করা অস্ট্রেলিয়ানদের '‌অপরাধী'‌ করার সিদ্ধান্তটি অনুপাতহীন এবং অত্যধিক শাস্তিমূলক ছিল। ভারত থেকে নাগরিকদের প্রবেশের ভয়াবহতার কথা বিবেচনা করেই সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। যদিও মানবাধিকার কমিশন এর বিরোধীতা করে জানিয়েছে যে অস্ট্রেলিয়া সরকাররে কোয়ারেন্টাইন পদ্ধতিকে উন্নত করা দরকার ছিল, নাগরিকদের শাস্তি না দিয়ে।

ভোটের গণনা পিছিয়ে গেল মাথায় আকাশ ভেঙে পড়বে না, সুপ্রিম কোর্টের সাফ বার্তা যোগীরাজ্যের নির্বাচন ঘিরেভোটের গণনা পিছিয়ে গেল মাথায় আকাশ ভেঙে পড়বে না, সুপ্রিম কোর্টের সাফ বার্তা যোগীরাজ্যের নির্বাচন ঘিরে

 অনেক নাগরিক বিদেশে আটকে

অনেক নাগরিক বিদেশে আটকে

করোনা ভাইরাস মহামারি শুরু হওয়ার পর এই ভাইরাস থেকে রক্ষা পেতে বেশ কিছু শক্ত পদক্ষেপ নিয়েছে অস্ট্রেলিয়া। দেশটিতে তাতে সংক্রমণের হার প্রায় শূন্যে নেমে এলেও এবং অন্যান্য দেশের তুলনায় মৃত্যুর হার কম হলেও, এসব নীতির কারণে অনেক অস্ট্রেলিয়ান বিদেশে আটকে পড়েছে।


English summary
Australian cityzens could face up to five years jail if they return from Covid-Hit India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X