For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এই ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার বার্তা অস্ট্রেলিয়ার

  • |
Google Oneindia Bengali News

রোহিঙ্গা ইস্যুতে ঢাকার পাশে থাকবে অস্ট্রেলিয়া। সিডনি সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এমনটাই জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। এর আগেও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার কথা বলেছিল অস্ট্রেলিয়া। বৈঠকে ছিলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী এ এইচ মাহমুদ আলি।

এই ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার বার্তা অস্ট্রেলিয়ার

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে টার্নবুল রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার তাঁর দেশের অবস্থানের কথা ফের ব্যক্ত করেন। বৈঠকে তিনি রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নিতে মায়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করেন বলে জানা গিয়েছে।

শেখ হাসিনা রোহিঙ্গাদের বাংলাদেশে অস্থায়ী আশ্রয় দেওয়া সম্পর্কে ঢাকার গৃহীত পদক্ষেপের বিষয়টি টার্নবুলকে অবহিত করেন এবং জোর করে বাস্তুচ্যুত এসব রোহিঙ্গার জন্য তাঁর সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানান।

বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ ইস্যু নিয়ে আলোচনা হয়। দুদেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করার যথোপযুক্ত উপায় খুঁজে বের করতে উভয় দেশ রাজি হয়েছে।

শেখ হাসিনা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টার্নবুলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি এ আমন্ত্রণ গ্রহণ করে বলেন, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সুবিধাজনক সময়ে তিনি ঢাকা সফর করবেন।

English summary
Australia will appear next to Dhaka over Rohingya issue, Says Australian Prime Minister
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X