For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যাচ্ছেন না মিয়ানমারের নেত্রী অং সান সুচি

  • By Bbc Bengali

অং সান সুচি
Reuters
অং সান সুচি

রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নিউ ইয়র্কে আজ বুধবার এক জরুরী বৈঠকে বসতে যাচ্ছে। আর চলতি মাসেই সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

কিন্তু মিয়ানমার সরকারের মুখপাত্র আজ জানিয়েছেন দেশটির ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সুচি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেবেন না।

তবে কী কারণে তিনি সাধারণ পরিষদের অধিবেশনে থাকছেন না সে বিষয়ে কিছু জানাননি সরকারি মুখপাত্র।

মিয়ানমারের রাখাইন প্রদেশে সেনাবাহিনীর অভিযানের প্রেক্ষাপটে অং সান সুচির ভূমিকা নিয়ে বেশ সমালোচনা চলছে।

গত ২৫শে অগাস্ট থেকে শুরু হওয়া সহিংসতায় এ পর্যন্ত প্রায় চার লাখের মতো রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ইতোমধ্যেই এ অভিযানকে 'পাঠ্যবইয়ে জাতিগত শুদ্ধি অভিযানের অন্যতম উদাহরণ' হিসেবে বর্ণনা করেছেন।

এমনকি সু চি'র সমালোচকেরা তাঁর নোবেল পুরস্কার ফিরিয়ে নেয়ার দাবিও তুলেছেন।

যদিও মিয়ানমার সরকার সব অভিযোগ অস্বীকার করে বলছে রোহিঙ্গা সন্ত্রাসীদের আক্রমণের বিরুদ্ধে সেনাবাহিনী অভিযান চালাচ্ছে।

English summary
Aung San Suu Kyi cancels trip to UN amid growing Rohingya crisis
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X