For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লন্ডন ব্রিজে হামলাকারী কাশ্মীরে নাশকতার ছক কষছিল, দাবি ব্রিটেনের তদন্তকারীদের

লন্ডন ব্রিজে গতকাল এলোপাথারি গুলি চালানোর ঘটনায় ধৃত উসমান খান কাশ্মীরে নাশকতার ছক কষছিল। কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর উপত্যকায় নাশকতা চালানোর সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছিল পাক জঙ্গিরা।

Google Oneindia Bengali News

লন্ডন ব্রিজে গতকাল এলোপাথারি গুলি চালানোর ঘটনায় ধৃত উসমান খান কাশ্মীরে নাশকতার ছক কষছিল। কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর উপত্যকায় নাশকতা চালানোর সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছিল পাক জঙ্গিরা। উসমানকে সেই কাজেই ব্যবহার করতে চাইছিল জঙ্গি সংগঠন আল কায়দা। সূত্রের খবর উসমান এর আগে পাক অধিকৃত কাশ্মীরি জঙ্গি শিবিরে তৈরির পরিকল্পনা করেছিল। এমনকী ব্রিটিশ পার্লামেন্টে মুম্বই বিস্ফোরণ কাণ্ডের মতো হামলা চালানোর পরিকল্পনাও করেছিল সে।

লন্ডন ব্রিজে হামলাকারী কাশ্মীরে নাশকতার ছক কষছিল, দাবি ব্রিটেনের তদন্তকারীদের

২০১২ সালে ব্রিটেনে স্টক এক্সচেঞ্জে বিস্ফোরণ ঘটানোর চক্রান্ত করায় তাঁকে গ্রফতার করা হয়েছিল। ২০১৮ সালে সে জেল থেকে ছাড়া পায়। তার এক বছরের মধ্যেই এই নাশকতার ঘটনা ঘটায় উসমান। শুধু আল কায়দা নয় উসমানের সঙ্গে আইএস যোগও রয়েছে বলে দাবি করেছেন ব্রিটেনের তদন্তকারীরা।

গত শুক্রবার নকল একটি আত্মঘাতী বিস্ফোরণের জ্যাকেট পরে লন্ডন ব্রিজে ছুরি নিয়ে হামলা চালায় উসমান। তার এলোপাথারি ছুরি চালানোর মৃত্যু হয়েছে ২ জনের। ব্রিটিশ পুলিসের কাছ হাতেনাতে ধরা পড়ে সে।

গডসে নিয়ে করা প্রজ্ঞার মন্তব্যের কড়া সমালোচনা অমিত শাহেরগডসে নিয়ে করা প্রজ্ঞার মন্তব্যের কড়া সমালোচনা অমিত শাহের

English summary
Attacker on London Bridge target Kashmir, claims British investigators
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X