For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ময়মনসিংহে প্রিজন ভ্যানে হামলা দুর্ভাগ্যজনক, বললেন হাসিনা

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

হাসিনা
ঢাকা ও ময়মনসিংহ, ২৪ ফেব্রুয়ারি: পুলিশকর্মীকে খুন করে প্রিজন ভ্যান থেকে আসামি ছিনতাইয়ের ঘটনা দুঃখজনক। সোমবার এ কথা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, খুব তাড়াতাড়ি হামলাকারীদের খুঁজে বের করা হবে।

রবিবার সকাল দশটা নাগাদ গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ময়মনসিংহ কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল দুই আসামিকে। এদের নাম মিজান এবং সালাউদ্দিন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল সাইনবোর্ড এলাকায় হঠাৎ ওই ভ্যানের ওপর হামলা চালায় জামাতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) জঙ্গিরা। প্রসঙ্গত, যে দু'জনকে নিয়ে যাওয়া হচ্ছিল, তারাও জঙ্গি ও ফাঁসির আসামি। গুলি ও বোমা মেরে তারা সঙ্গীদের নিয়ে পালায়। হামলায় এক পুলিশ কনস্টেবল ঘটনাস্থলেই মারা যায়।

এ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কেন দু'জন ফাঁসির আসামিকে মাত্র চারজন পুলিশকর্মী পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল, তা খতিয়ে দেখা হবে। সাধারণত এমন স্থানান্তরের ক্ষেত্রে আরও কড়া পাহারার ব্যবস্থা থাকার কথা।

এদিকে ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নরুজ্জামান বলেছেন, গাজীপুর ও ময়মনসিংহ জেলা পুলিশকে এ ব্যাপারে রিপোর্ট দিতে বলা হয়েছে। যে পুলিশ কনস্টেবল মারা গিয়েছে, তার পরিবারকে পুলিশের পক্ষ থেকে এক লক্ষ টাকা এবং প্রধানমন্ত্রী তহবিল থেকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। পলাতক আসামিদের ধরিয়ে দিতে পারলে দু'লক্ষ টাকা ইনাম মিলবে।

ইতিমধ্যে এই ঘটনায় পুলিশের সমালোচনা শুরু হয়েছে সব মহল থেকে। কেন নিরাপত্তা ব্যবস্থা এত ঢিলেঢালা ছিল, তা নিয়ে গতকাল থেকেই পুলিশকে বিঁধছে মিডিয়া।

English summary
Attack on police van most unfortunate, says PM Sheikh Hasina
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X