For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কৃষ্ণাঙ্গ মহিলার অনুরোধে বর্ণবৈষম্যের সংজ্ঞা বদলাচ্ছে মার্কিন অভিধানে

কৃষ্ণাঙ্গ মহিলার অনুরোধে বর্ণবৈষম্যের সংজ্ঞা বদলাচ্ছে মার্কিন অভিধানে

  • |
Google Oneindia Bengali News

এবার মার্কিন অভিধানেও পরিবর্তিত হতে চলেছে বর্ণবাদের সংজ্ঞা। এক অ্যাফ্রো-আমেরিকান মহিলার অনুরোধের মার্কিন অভিধান মেরিয়াম-ওয়েবস্টার 'রেসিজম’ শব্দের সংজ্ঞায় বদল আসতে চেলেছে বলে জানা যাচ্ছে। এদিকে গত ২৫শে মে আমেরিকার শ্বেতাঙ্গ পুলিশ আধিকারিকের হাতে বর্ণবৈষম্যের শিকার হয়ে প্রকাশ্যে খুন জর্জ ফ্লোয়েড নামে এক কৃষ্ণাঙ্গ নাগরিক। তারপর থেকেই জ্বলছে আমেরিকা। বর্ণবৈষম্য বিরোধী বিক্ষোভে উত্তাল গোটা আমেরিকা।

অ্যাফ্রো-আমেরিকান তরুণীর অনুরোধে বদলাতে চলেছে সংজ্ঞা

অ্যাফ্রো-আমেরিকান তরুণীর অনুরোধে বদলাতে চলেছে সংজ্ঞা

ইউরোপ, এশিয়া সহ বিশ্বের একাধিক দেশে পৌঁছেছে এই বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলনের আঁচ। এমতাবস্থায় আইওয়া ড্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করা কৃষ্ণাঙ্গ তরুণী কেনেডি মিটচুমের অনুরোধে রেসিজমের সংজ্ঞা বদলাতে চেলেছে বলে জানা যাচ্ছে। ‘রেসিজমের' অর্থ হিসাবে গায়ের রঙের কারণে যেসব মানুষ অত্যাচারিত হয় তাই সংজ্ঞায় আরও ভালোভাবে ফুটিয়ে তোলার আবেদন করেছেন তিনি।

বর্ণ বৈষম্যের সংজ্ঞার জায়গায় কী লেখা আছে মার্কিন অভিধানে ?

বর্ণ বৈষম্যের সংজ্ঞার জায়গায় কী লেখা আছে মার্কিন অভিধানে ?

এদিকে বর্ণবৈষম্য নিয়ে অভিধানটির সংজ্ঞায় বলা হয়েছে, ‘বর্ণবাদ একটা মতবাদ বা রাজনৈতিক কার্যক্রম যা বর্ণ বৈষম্যের সামাজিক একটা ধারণার ওপর প্রতিষ্ঠিত"। আর এখানেই প্রশ্ন তুলেছেন মিটচুম। তার কথায় এই সংজ্ঞা থেকে বিশেষ কিছু বোঝা যায় না। আর বিষয়টি এতটা হালকাও নয়। গায়ের রঙের জন্য যে সমস্ত মানুষেরা দিনের পর দিন নিপীড়িত হচ্ছে সেই প্রসঙ্গই সংজ্ঞার ক্ষেত্রে সর্বাগ্রে প্রাধান্য পাওয়া উচিত বলে মনে করছেন তিনি। গায়ের রঙের কারণে নিপীড়নের বিষয়টির উপর জোর দিয়ে সংজ্ঞা লেখার কথা বলেন ওই কৃষ্ণাঙ্গ মহিলা।

 ১৮৪৭ সাল থেকে নানা ধরনের অভিধান প্রকাশ করছে মেরিয়াম-ওয়েবস্টার

১৮৪৭ সাল থেকে নানা ধরনের অভিধান প্রকাশ করছে মেরিয়াম-ওয়েবস্টার

এদিকে ১৮৪৭ সাল থেকে নানা ধরনের অভিধান প্রকাশ করে আসছে মেরিয়াম-ওয়েবস্টার। ইতিমধ্যেই মিটচুমের আবেদনের ব্যাপারটি নিশ্চিত করেছেন মেরিয়াম-ওয়েবস্টারের সম্পাদকীয় ম্যানেজার পিটার সোকোলোস্কি। এই অভিধানের পরবর্তী সংস্করণে বর্ণবৈষম্যের মত স্পর্শকাতর বিষয়ের সংজ্ঞা আরও স্পষ্ট ভাবে উল্লেখ করা হবে বলে জানান তিনি।

মেরিয়াম-ওয়েবস্টারের অনলাইন সংস্করণেও উপলব্ধ একাধিক সংজ্ঞা

মেরিয়াম-ওয়েবস্টারের অনলাইন সংস্করণেও উপলব্ধ একাধিক সংজ্ঞা

যদিও মেরিয়াম-ওয়েবস্টারের অভিধানে বর্ণবৈষম্যের মোট তিনটি সংজ্ঞা আছে বলে জানা যাচ্ছে। এই ক্ষেত্রে ওই কৃষ্ণাঙ্গ মহিলার দ্বিতীয় সংজ্ঞাটি নিয়ে আপত্তি আছে বলে জানান পিটার সোকোলোস্কি। এদিকে মেরিয়াম-ওয়েবস্টারের অনলাইন সাইটে নানা বিষয়ের সংজ্ঞাও দেওয়া থাকে। যা বিনামূল্যেই পাঠকরা পড়তে পারেন। সূত্রের খবর মে মাসে এই সাইটটিতে ইউনিক ভিজিটর ছিল প্রায় ৫ কোটি।

চিনের সঙ্গে এখনই সংঘাতের রাস্তায় যেতে রাজি নয় ইইউ! 'ঠান্ডা লড়াই' নিয়ে বড় বার্তা চিনের সঙ্গে এখনই সংঘাতের রাস্তায় যেতে রাজি নয় ইইউ! 'ঠান্ডা লড়াই' নিয়ে বড় বার্তা

English summary
The American dictionary Merriam-Webster is changing the definition of 'racism'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X