For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের আমন্ত্রণ! প্রধানমন্ত্রী মোদী যাচ্ছেন জি ২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের আমন্ত্রণ! প্রধানমন্ত্রী মোদী যাচ্ছেন জি ২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে

  • |
Google Oneindia Bengali News

বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। ইন্দোনেশিয়ার বালিতে বসছে জি ২০ শীর্ষ সম্মেলনে। সেখানে খাদ্য ও শক্তি নিরাপত্তা, ডিজিটাল ট্রান্সফর্মেশন এবং স্বাস্থ্য সংক্রান্ত তিনটি সম্মেলনে প্রধানমন্ত্রী যোগ দেবেন বলে জানিয়েছেন বিদেশ সচিব বিনয় কাটরা। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো প্রধানমন্ত্রী মোদীকে এই শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন।

তিন দিনের বিদেশ সফরে মোদী

তিন দিনের বিদেশ সফরে মোদী

জানা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদী সোমবার ইন্দোনেশিয়ার বালিতে তিনদিনের সফরে যাচ্ছেন। সেখানে উল্লিখিত তিনটি বিষয় ছাড়াও বিশ্ব নেতাদের সঙ্গে ইউক্রেনে যুদ্ধ ও তার প্রভাব-সহ বিশ্ব যেসব চ্যালেঞ্জের মুখে পড়েছে, সেইসব বিষয় নিয়ে আলোচনা করবেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিদেশ সচিব বিনয় কাটরা বলেছেন, প্রধানমন্ত্রী মোদী এবং বিশ্বের অন্য নেতারা বিশ্বের অর্থনীতি, শক্তি, পরিবেশ, ডিজিটাল ট্রান্সফর্মেশন-সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। তিনি আরও জানিয়েছে প্রধানমন্ত্রী মোদী বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকও করবেন।

বিশ্বের যেসব নেতারা উপস্থিত থাকবেন

বিশ্বের যেসব নেতারা উপস্থিত থাকবেন

বালির শীর্ষ সম্মেলনে বিশ্বের যেসব নেতারা উপস্থিত থাকবেন, তাঁরা হলেন, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষিসুনাক, ফরাসি প্রেসিজেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জার্মান চ্যান্সেলার শোলজ এবং চিনের প্রেসিডেন্ট জিনপিং।

যেসব দেশ রয়েছে জি ২০-তে

যেসব দেশ রয়েছে জি ২০-তে

জি ২০ বা গ্রুপ অফ ২০ বিশ্বের উন্নত ও উন্নয়নশীল দেশগুলির অর্থনীতি সংক্রান্ত আন্তঃসরকারি ফোরাম। এই জি ২০-তে ভারত ও ইন্দোনেশিয়া ছাড়াও যেসব দেশগুলি রয়েছে, সেগুলি হল আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চিন, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, ব্রিটেন, আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন।

ভারত জি ২০ ত্রৈকার অংশ

ভারত জি ২০ ত্রৈকার অংশ

ভারত বর্তমানে জি ২০ ত্রৈকার অংশ। যেখানে ভারত, ইন্দোনেশিয়া ছাড়াও রয়েছে ইতালি। অন্যদিকে জি ২০র দেশগুলি বিশ্বের জিডিপির ৮৫ শতাংশের প্রতিনিধিত্ব করে থাকে। অন্যদিকে দেশগুলির দখলে বিশ্বের ব্যবসার ৭৫ শতাংশ। আর এই দেশগুলিতে রয়েছে বিশ্বের দুই-তৃতীয়াংশ জনসংখ্যা।

পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলে বাড়বে কোন্দল, ভবিষ্যৎবাণী মিলিয়ে নেওয়ার বার্তা সুকান্তের পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলে বাড়বে কোন্দল, ভবিষ্যৎবাণী মিলিয়ে নেওয়ার বার্তা সুকান্তের

English summary
At the invitation of Indonesian President PM Modi will go to Bali to attend G 20 Summit
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X