For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্রিটেনের একটি পার্কে ছুরি দিয়ে এলোপাতাড়ি সন্ত্রাসী হামলায় ৩ জন নিহত

শনিবার সন্ধ্যায় রেডিং শহরের একটি পার্কে এই হামলা চালানো হয়। সন্দেহভাজন হামলাকারী খাইরি সাদাল্লাহ লিবিয়ার নাগরিক।

  • By Bbc Bengali

রেডিং শহরের পার্কে শনিবার সন্ধ্যায় এই হামলা চালানো হয়।
BBC
রেডিং শহরের পার্কে শনিবার সন্ধ্যায় এই হামলা চালানো হয়।

ব্রিটেনে পুলিশ বলছে, লন্ডনের পশ্চিমে রেডিং শহরে কয়েকজন ব্যক্তির ওপর ছুরি দিয়ে আক্রমণের ঘটনাকে তারা এখন সন্ত্রাসী হামলা বলে বিবেচনা করছে।

শনিবার সন্ধ্যায় শহরের একটি পার্কে এক ব্যক্তি ছুরি দিয়ে নির্বিচারে হামলা চালালে তিনজন নিহত এবং আরো অন্তত তিনজন গুরুতর আহত হয়।

পুলিশ ২৫ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করেছে।

করোনাভাইরাস মহামারি ঠেকাতে জারি করা লকডাউন তুলে নেওয়ার কয়েকদিনের মধ্যেই ব্রিটেনে এরকম হামলার ঘটনা ঘটলো।

কী হয়েছে?

শনিবার সন্ধ্যা সাতটার দিকে পুলিশের কাছে একটি টেলিফোন কল আসে। তাদেরকে বলা হয় যে শহরের কেন্দ্রে ফরবারি পার্কে বেশ কয়েকজন ব্যক্তি ছুরিকাহত হয়েছেন।

সাথে সাথেই পুলিশ ছুটে যায় সেখানে। ঘটনাস্থলে পাঠানো হয় পাঁচটি অ্যাম্বুলেন্স ও একটি হেলিকপ্টার।

বিবিসি বাংলায় আরও পড়তে পারেন:

লন্ডন হামলা: হামলাকারীর সম্পর্কে যা জানা যাচ্ছে

ছবিতে লন্ডনের সন্ত্রাসবাদী হামলা

ব্রিটেনের সাম্প্রতিক সন্ত্রাসী হামলাগুলো কীধরনের ছিল

প্রাথমিক খবরে বলা হয় তিন ব্যক্তি হামলায় গুরুতর আহত হয়েছেন। তাদের দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আহতদের হাসপাতালে পাঠানোর জন্য ফরবারি পার্কের কাছেই আরেকটি পার্কে দুটো এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হয়।

কিন্তু শেষ পর্যন্ত তিন ব্যক্তি নিহত হয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে। আহত হয়েছেন কমপক্ষে আরো তিনজন। তাদের অবস্থাও গুরুতর।

লরেন্স ওয়ার্ট নামের একজন প্রত্যক্ষদর্শী, যিনি ঘটনাস্থল থেকে মাত্র ১০ মিটার দূরে ছিলেন, তিনি বিবিসিকে বলেছেন হামলার সময় পার্কে প্রচুর লোক ছিল।

“অনেক মানুষ পার্কে বসে পান করছিল। একজন এসে জোরে চিৎকার করতে করতে একদল লোককে ছুরি মারতে চেষ্টা করে।”

“তিনজনকে ছুরি মারে এবং তারপর ঘুরে আমার দিকে আসতে থাকে। তখন আমরা দৌড়াতে শুরু করি। যখন সে বুঝতে পারে যে আমাদের ধরতে পারবে না, তখন সে বসে থাকা আরো কিছু লোকের ওপর হামলা চালায়। এর পর সে পার্ক থেকে দৌড়ে পালিয়ে যায়।”

কে এই সন্দেহভাজন হামলাকারী

শনিবার মধ্যরাতের দিকে এক দল সশস্ত্র পুলিশকে স্থানীয় ফ্ল্যাটের একটি ব্লকে ঢুকতে দেখা যায়। ওই ভবনে বসবাসকারী পরিবারগুলোকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।

বিবিসি বাংলার অন্যান্য খবর:

চীন আমেরিকা ঠাণ্ডা লড়াই 'বিশ্বের জন্য ভাইরাসের থেকে বড় হুমকি'

করোনার সেকেন্ড ওয়েভ কী এবং সেরকম কিছু কি আসতে যাচ্ছে?

হাসপাতাল থেকে পালিয়ে আত্মহত্যা করলেন কোভিড-১৯ রোগী

রাত সাড়ে বারোটার দিকে ফ্ল্যাটের ওই ব্লকে প্রচণ্ড জোরে শব্দ হয় এবং সেখান থেকে সশস্ত্র পুলিশ অফিসারদেরকে চলে যেতে দেখা যায়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয় তারা ২৫ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করেছে। তার নাম খাইরি সাদাল্লাহ।

নিরাপত্তা সূত্রগুলো বলছে, তিনি লিবিয়ার নাগরিক।

পুলিশের পক্ষ থেকে বলা হয় হামলার পাঁচ মিনিটের মধ্যেই তারা তাকে আটক করেছে।

পুলিশ আরো জানিয়েছে যে এই হামলার সঙ্গে জড়িত থাকার সন্দেহে তারা আর কাউকে খুঁজছে না।

প্রধানমন্ত্রী বরিস জনসন এই ছুরি হামলার তীব্র নিন্দা করেছেন। বলেছেন, এই ঘটনায় তিনি স্তম্ভিত হয়েছেন।

কাউন্টার টেররিজমের প্রধান নিল বাসু বলেছেন, ব্ল্যাক লাইভস ম্যাটার প্রতিবাদের সঙ্গে এই হামলার কোন সম্পর্ক নেই।

হামলার কয়েক ঘণ্টা আগে এই পার্কে যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পুলিশ শুরুতে এটিকে একটি হত্যাকাণ্ড হিসেবে ধরে নিয়ে তদন্ত করতে শুরু করে। তখনও তারা এটিকে সন্ত্রাসী ঘটনা বলে উল্লেখ করেনি।

কিন্তু কয়েক ঘন্টা পর রোববার দুপুরের একটু আগে তারা এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করে।

বিবিসির একজন সাংবাদিক বলেছেন, সন্দেহভাজন হামলাকারী কারাগারে আটক ছিলেন, তবে সেটা তুলনামূলকভাবে ছোট একটি অপরাধের কারণে।

পুলিশ কর্মকর্তা নিল বাসু বলেছেন, বর্বরোচিত এই হামলার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু জানা যায় নি।

English summary
At least three people have been killed in a random terrorist attack in a British park
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X