For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাবুলে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে ৬৩

শনিবার রাতে আফগানিস্থানের কাবুলে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

Google Oneindia Bengali News

শনিবার রাতে আফগানিস্থানের কাবুলে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। মারা গিয়েছেব কমপক্ষে ৬৩ জন। আহত হয়েছেন ১৮০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আফগানিস্থানের স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র নুসরত রাহিমি জানিয়েছেন, বিয়ের অনুষ্ঠানে সামিল হয়ে আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়। এই ঘটনায় জড়িত রয়েছে তালিমান এবং স্থানীয় ইসলামিক জঙ্গি সংগঠন। এমনই দাবি করা হয়েছে।

কাবুলে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে ৬৩

সূত্রের খবর বিয়ের অনুষ্ঠান যখন মধ্যগগনে, গান বাজনায় মেতেছিলেন অতিথি এবং পরিজনেরা ঠিক তখন বাদ্যযন্ত্রিদের মধ্যে মিশে ছিল আত্মঘাতী বিস্ফোরক। সেখানেই নাচগান করছিল শিশু এবং মহিলারা। প্রত্যক্ষদর্শী গুল মহম্মদ জানিয়েছেন, অনেক আমন্ত্রিত অতিথির মৃত্যু হয়েছে এই বিস্ফোরণে। প্রায় ১২০০ অতিথি সামিল হয়েছিলেন এই বিয়ের অনুষ্ঠানে। তবে বরাত জোড়ে বেঁচে গিয়েছেন বর। সেখানে যাঁরা ছিলেন তাঁরা প্রায় সকলেই বেঁচে গিয়েছেন। আহমেদ ওমিদ নামে এক জন জানিয়েছেন গান বাজনার মধ্যেই প্রচণ্ড জোরে শব্দ হয়। তিনি ছুটে বরের ঘর থেকে বেরিয়ে এসে দেখেন সবকিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। মাটিতে রক্ত বয়ে যাচ্ছে অতিথিরা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছেন।

[আরও পড়ুন:৩৭০ ধারা অবলুপ্তির পর ফের কাশ্মীরের বিভিন্ন জায়গায় ফিরছে মোবাইল সংযোগ, শ্রীনগরে খুলছে স্কুল ][আরও পড়ুন:৩৭০ ধারা অবলুপ্তির পর ফের কাশ্মীরের বিভিন্ন জায়গায় ফিরছে মোবাইল সংযোগ, শ্রীনগরে খুলছে স্কুল ]

আফগানিস্থানের প্রেসিডেন্ট আসরফ ঘানির মুখপাত্র সেদিক সিদ্দিকি টুইটে লিখেছেন, এইরকম ভয়ঙ্কর বিস্ফোরণ এর আগে কখনও হয়নি। কোনও প্রশিক্ষণ প্রাপ্ত আত্মঘাতী বিস্ফোরকই এই ঘটনা ঘটিয়েছে বসে দাবি করেছেন তিনি। গত বছর তালিবানের বিস্ফোরণে প্রায় ৩৮০০০ আফগানি প্রাণ হারিয়েছিলেন।

[আরও পড়ুন:বিজেপিতে জোর ধাক্কা, ভোলবদলে কাউন্সিলরদের 'ঘরওয়াপসি'তে বড় জয় পেল তৃণমূল][আরও পড়ুন:বিজেপিতে জোর ধাক্কা, ভোলবদলে কাউন্সিলরদের 'ঘরওয়াপসি'তে বড় জয় পেল তৃণমূল]

English summary
At least 63 people have been killed and more than 180 others are wounded in Kabul Blast
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X