ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ও সুনামির পর হাহাকার, প্রাণ গেল ৪৮ জনের
ইন্দোনেশিয়া সুলায়েসিতে ভূমিকম্প ও তারপরে সুনামির প্রবল ঢেউ প্রাণ কাড়ল অন্তত ৪৮ জনের। প্রাকৃতিক বিপর্যয় আহত করেছে অন্তত ৩৫০ জনের বেশি মানুষকে। ইন্দোনেশিয়ার বিপর্যয় মোকাবিলা মন্ত্রকের মুখপাত্র সুতোপো পুরয়ো নুগ্রোহো বলেছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

সুলায়েসিতে বিপর্যয়ের ফলে হাসপাতালগুলির অবস্থা বিপর্যস্ত। ফলে বিল্ডিংয়ের বাইরেই চিকিতসার ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের তরফে বাসিন্দাদের বাড়ির বাইরেই থাকতে বলা হয়েছে। কারণ যেকোনও সময় আফটার শক হতে পারে। গত কয়েকদিনে বেশ কয়েকবার কম্পন অনুভূত হয়েছে।
শুক্রবার প্রথমবার কম্পন হয়। সুলায়েসির পালু এলাকায় কেন্দ্রস্থল বলে মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে। সেই মাত্রা ছিল ৭.৭। তারপরে ২ মিটার উঁচু করে সুনামি আছড়ে পড়ে।

ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইডোডো জানিয়েছেন, সেনা নামানো হয়েছে। তিনি নিজে গোটা পরিস্থিতি নজরে রাখছেন। পরবর্তী পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। পালু বিমানবন্দর এদিন সন্ধ্যা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।