কাবুলে ন্যাটোর সদর দফতরের সামনে আত্মঘাতী বিস্ফোরণ, হত ১০, জখম ৪২
কাবুলে ফের আত্মঘাতী বিস্ফোরণ। মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের। আহত ৪২ জন। কাবুলে ন্যাটোর সদর দফতর এবং আফগানিস্তানে আমেরিকার দূতাবাসের অদূরেই বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের দায় স্বীকার করেছে তালিবান জঙ্গি সংগঠন।

কয়েক সপ্তাহ আগেই ফ্রান্সের জি-৭ বৈঠকে যোগ দিয়ে বলেছিলেন আফগানিস্থান থেকে সেনা সরিয়ে নিতে চায় আমেরিকা। শুধু তাদের পক্ষে আর এই কাজ করা সম্ভব নয়। অন্য দেশকেও এগিয়ে আসতে হবে। তার পরেই ঠিক মার্কিন দূতাবাসের কাছে আত্মঘাতী বিস্ফোরণ ঘটাল তালিবানিরা। আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপত্র নসরত রাহিমি জানিয়েছেন, মৃত ১০ জনই সেদেশের নাগরিক। আহতরাও তাই। সকলকে হাসাতালে ভর্তি করা হয়েছে।
[আরও পড়ুন: ৩৭০ ধারা বাতিল নিয়ে জনসমর্থন গড়ে তুলতে তথ্যচিত্র প্রকাশ করল বিজেপি]
ভিডিও ফুটেজে দেখা গিয়েছে ন্যাটোর দফতর এবং মার্কিন দূতাবাসে ঢোকার আগে চেকপোস্টে বিস্ফোরণটি হয়েছে। গাড়িগুলি একেবারে ঝলসে গিয়েছে। এতোটাই শক্তিশালী ছিল সেই বিস্ফোরণ যে গাড়ির যন্ত্রাংশ গুলি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। আশপাশে ছোট ছোট দোকানগুলিও ভেঙে গিয়েছে।
প্রত্যক্ষ দর্শীরা জানিয়েছেন রাস্তা পারাপারের জন্য অনেক লোক সেখানে দাঁড়িয়েছিেলন, সেই ভিড়ের মধ্যেই বিস্ফোরণ ঘটানো হয়।
[আরও পড়ুন: সুপ্রিমকোর্টে ইয়েচুরির আবেদন! কাশ্মীরের সিপিএম নেতাকে এইমসে ভর্তির নির্দেশ ]