For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইন্ডিয়ানাপলিসে এলোপাথারি গুলি, মৃত্যুমিছিলের মাঝেই চরম পরিণতি আততায়ীর

  • |
Google Oneindia Bengali News

ফের এক ভয়াবহ ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপলিসে। পুলিশের খবর অনুযায়ী, এদিন এক আততায়ী এলোপাথারি গুলি করতে থাকে ফেডেক্স ফেসিলিটি সেন্টারে। মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়েন ৮ জন। মৃত্যু হয় তাঁদের। আরও বহু জনের আহত হওয়ার খবর আসতে শুরু করেছে ঘটনা ঘিরে।

ইন্ডিয়ানাপলিসে এলোপাথারি গুলি, মৃত্যুমিছিলের মাঝেই চরম পরিণতি আততায়ীর

ইন্ডিয়ানাপলিসের প্রশাসনের তরফে জানানো হয়েছে, সেখানের আন্তর্জাতিক বিমাবন্দরের অন্তর্গত ফেডেক্স সেন্টারে এই রক্তাক্ত পর্বটি চলে। ইন্ডিয়ানাপলিসের পুলিশের মুখপাত্র জানিয়েছেন, ৮ জনকে পর পর খুন করার পর ওই আততায়ী নিজে গুলিবদ্ধ হন। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে আততায়ী আত্নহত্যা করেছেন। প্রসঙ্গত, আমেরিকার বুকে এভাবে এলোপাাথারি গুলি করার ঘটনা প্রথম নয়। এমন কাণ্ড আগেও বহুবার হয়েছে। প্রাণ হারিয়েছেন বহু মানুষ। সেই সমস্ত পর্বের দুঃখজনক স্মৃতি এদিন ফিরিয়ে আনল ইন্ডিয়ানাপলিসের ঘটনা।

এদর আগে, সাদার্ন ক্যালিফোর্নিয়ায় গত মাসে চারজন মারা যান এমনই এক গুলি কাণ্ডে। সেই ঘটনায় এক শিশুরও মৃত্যু হয়। সমীক্ষা বলেছে, সারা আমেরিকায় প্রতি বছর শুধু ৪০ হাজার মানুষের মৃত্যু হয় এমন 'শ্যুটিং' এর ঘটনায়। গত সপ্তাহেই মার্কিন মুলুকে এশিয়ার দেশ থেকে আগত মানুষের ওপর হামলা চলে। মৃত্যু হয়, ৮ জনের। এই ঘটনা গত সপ্তাহের। এমন গুলি চালানোর ঘটনা ঘিরে আমেরিকায় বহুবার 'গান-রেগুলেশন' নিয়ে আলোচনার ঝড় উঠে গিয়েছে। তবলে লাভের লাভ হয়নি। এদিকে, জো বাইডেন জানিয়েছেন , দেশ জুড়ে বন্দুক হাতে তুলে নিয়ে যে অরাজক পরিস্থিতি তৈরি হচ্ছে, তা নিঃসন্দেহে খারাপ দিকে ঠেলে দিচ্ছে দেশকে। এই বিষয়ে তাঁর সরকার একাধিক বন্দোবস্ত করবে।

English summary
At Fedex facility in Indianapolis 8 people shot and killed, gunman dead
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X