For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একা চিন পিছনে ফেলল গোটা ইউরোপ মহাদেশকে

২০১৬ সালে চিনে নতুন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ৪.২ কোটি। ফলে সবমিলিয়ে এখন চিনের মোট জনসংখ্যার মধ্যে ৫৩.২ শতাংশ মানুষ ইন্টার পরিষেবা ব্যবহার করছেন।

  • |
Google Oneindia Bengali News

বেজিং, ২৩ জানুয়ারি : ইউরোপের মোট জনসংখ্যা মেরেকেটে ৭৩ কোটি সামান্য বেশি হবে। ঠিক এতজন মানুষই শুধুমাত্র চিনে ইন্টারনেট ব্যবহার করেন। গতবছরের তুলনায় গণপ্রজাতন্ত্রী চিনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৬.২ শতাংশ বেড়ে ৭৩.১ কোটিতে পৌঁছেছে।

চায়না ইন্টারনেট নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের পেশ করা রিপোর্ট থেকেই এই তথ্য সামনে এসেছে বলে জানা গিয়েছে। বলা হয়েছে, ২০১৬ সালে চিনে নতুন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ৪.২ কোটি। ফলে সবমিলিয়ে এখন চিনের মোট জনসংখ্যার মধ্যে ৫৩.২ শতাংশ মানুষ ইন্টার পরিষেবা ব্যবহার করছেন।

একা চিন পিছনে ফেলল গোটা ইউরোপ মহাদেশকে

চিনা তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ লি ওয়াই এর জন্য স্মার্টফোনের গণব্যবহারকেই মুখ্য কারণ হিসাবে তুলে ধরেছেন। চিনে ২০১৫ সালে যেখানে মোট ইন্টার ব্যবহারকারীদের ৯০.১ শতাংশ ছিল স্মার্টফোন ব্যবহারকারী। সেখানে ২০১৬ সালে তা বেড়ে ৯৫.১ শতাংশে পৌঁছেছে।

একইসঙ্গে যেটা বেশ উল্লেখযোগ্য তা হল, চিনা ইন্টারনেট ব্যবহারকারীদের একটা বড় অংশ মোবাইল পেমেন্টের উপরে নির্ভরশীল হচ্ছেন। গতবছরে ৪৬.৯ কোটি ডিজিটাল পেমেন্ট হয়েছে স্মার্টফোনের মাধ্যমে। যা তার আগের বছরের থেকে ৩১.২ শতাংশ বেশি।

কী ধরনের মোবাইল ইন্টারনেট পরিষেবা বেশি ব্যবহার করেন চিনের মানুষ। জানা গিয়েছে, অনলাইন মিউজিক, সার্চ, ভিডিও, অনলাইন পেমেন্টের জন্য চিনারা সবচেয়ে বেশি ইন্টারনেটের ব্যবহার করেন।

এর মধ্যে খাবার ডেলিভারি অ্যাপ ২০১৬ সালে ৮৩.৭ শতাংশ হারে বেড়েছে। এখন চিনের ২০ কোটির বেশি মানুষ খাবার অর্ডার করতে অ্যাপের ব্যবহার করেন। এছাড়া গ্রামীণ এলাকায় মোট ইন্টারনেট ব্যবহারকারীর মোট ২৭ শতাংশ মানুষ বসবাস করেন বলে জানা গিয়েছে।

English summary
At 731 million, China has as many net users as Europe's population
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X