For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৩৩০ ফুটের বিশ্বের সবচেয়ে বড় 'এয়ার পিউরিফায়ার' তৈরি হল চিনে

বেশ কয়েকবছর হল ধুলো ও ধোঁয়া মিলে তৈরি 'স্মগ' এর দাপট অব্যাহত চিনে। আর তার হাত থেকে নিষ্কৃতি পেতেই অভূতপূর্ব ব্যবস্থা বার করেছে চিন।

  • |
Google Oneindia Bengali News

বেশ কয়েকবছর হল ধুলো ও ধোঁয়া মিলে তৈরি 'স্মগ' এর দাপট অব্যাহত চিনে। আর তার হাত থেকে নিষ্কৃতি পেতেই অভূতপূর্ব ব্যবস্থা বার করেছে চিন। বায়ু নিষ্কাশনের জন্য সুবিশাল ৩৩০ ফুটের টাওয়ার তৈরি করেছে চিনা প্রশাসন।

৩৩০ ফুটের বিশ্বের সবচেয়ে বড় 'এয়ার পিউরিফায়ার' তৈরি হল চিনে

জিয়াং প্রদেশে তৈরি এই টাওয়ারের সুফল ইতিমধ্যেই নাকি এলাকায় মিলতে শুরু করেছে। চিনা অ্যাকাডেমি অব সায়েন্সেস এর ইনস্টিটিউট অব আর্থ এনভায়রনমেন্ট এই পরীক্ষণের পথে হেঁটেছে।

গত কয়েকমাসে এই টাওয়ার বসানোর পরে এলাকায় বাতাসের গুণমান আগের চেয়ে ভালো হয়ে গিয়েছে। ১০ মিলিয়ন কিউবিক মিটার বিশুদ্ধ বায়ু ছেড়েছে। যার প্রভাব পড়েছে ১০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে।

গবেষকরা বলছেন, এই এলাকায় দূষণের মাত্রা বেশ জটিল ছিল। টাওয়ার বসানোর কয়েকমাসের মধ্যেই তা মাঝারি মানে এসে পৌঁছেছে। তবে এখানেই শেষ নয়। আরও পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে।

২০১৪ সালে এয়ার পিউরিফায়ার টাওয়ারের যে মাপ দেওয়া হয়েছিল তা হল উচ্চতায় ৫০০ মিটার ও প্রস্থে ২০০ মিটার। এতে ৩০ বর্গ কিলোমিটার এলাকার বায়ু পিউরিফাই করা সম্ভব হবে। সেই লক্ষ্যেই গবেষকরা এগিয়ে যাচ্ছেন।

English summary
At 330 feet tall, China builds 'world's biggest air purifier'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X