সৌররশ্মির থেকে প্রায় ১ কোটি গুণ বেশি শক্তিশালী নক্ষত্র-শিখার খোঁজ মহাকাশ বিজ্ঞানীদের
এবার সৌররশ্মির থেকেও ১ কোটি গুণ বেশি তেজস্বী নক্ষত্র শিকার সন্ধান পেলেন মহাকাশ বিজ্ঞানীরা। ইউরোপীয় সাউদার্ন অবজারভেটরিতে (ইএসও) চিলির সবচেয়ে প্রযুক্তিগত ভাবে উন্নত টেলিস্কোপ গুলিতে সূর্যের চেয়ে প্রায় ১ কোটি গুণ বেশি শক্তিশালী এই ধরণের সুপারফ্লেয়ারের খোঁজ পাওয়া গেছে বলে জানা যাচ্ছে।

আন্তর্জাতিক মহাকাশ বিজ্ঞানীদের একটা দল এই বিষয়ে বর্তমানে গবেষণা করছেন বলে জানা যাচ্ছে। তারাই বর্তমানে গ্লোবুলার ক্লাস্টার নামে একদল তেজস্বী নক্ষত্রের দলের (ইএইচবি) সন্ধান পেয়েছেন। তাদের মিলিত বিকিরণের জেরেই এই অত্যন্ত শক্তিশালী নক্ষত্র-শিখার জন্ম হয়েছে বলে মহাকাশ বিজ্ঞানীদের ধারণা। প্রায় ছয় দশকের দীর্ঘ গবেষণার পড়ে বর্তমানে এই বিশেষ ধরণের নক্ষত্রমণ্ডলীর বিকিরণের সাক্ষী হতে পেরে স্বভাবই উচ্ছ্বসিত মহাকাশ বিজ্ঞানীরা।
বর্তমানে ইএসও-র টেলিস্কোপের সাহায্যেই বিজ্ঞানীরা এই রহস্যজনক নক্ষত্র গুলির উপর নজর রাখছেন বলে জানা যাচ্ছে। তাদের অনেকেরই ধারণা এই অত্যন্ত শক্তিশালী আলোক রশ্মির সাহায্যে সেখানে আরও নতুন রহস্যের উদঘাটন হতে পারে। বর্তমানে এই উজ্জ্বল তেজস্বী আলোয় ভরা নক্ষত্রগুলিতে প্রত্যহ রঙ বদলের পাশাপাশি আলোর বিকিরণের বেশ তারতম্য লক্ষ্য করা যাচ্ছে বলে একটি বিবৃতিতে জানিয়েছে ইএসও।

আসানসোলের ট্রেন গিয়েছে দিল্লি! অমিত শাহকে মিথ্যাবাদী বললেন অনুব্রত