For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘মহাবিশ্বের রহস্য সমাধান একসঙ্গে করব’, ৭৫ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে মহাকাশ থেকে এল শুভেচ্ছাবার্তা

Google Oneindia Bengali News

ভারত ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন করতে চলেছে। ৭৫ তম স্বাধীনতা দিবসকে স্মরণে রাখতে কেন্দ্র সরকার একাধিক সিদ্ধান্ত নিয়েছে। বিদেশের বিভিন্ন রাষ্ট্রনেতা থেকে বিশিষ্ট ব্যক্তিরা শুভেচ্ছা জানাচ্ছেন। পৃথিবীর বাইরে থেকেও ভারতের কাছে এল ৭৫ তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তা। সামান্থা ক্রিস্টোফেরিটি ভারতকে ৭৫ তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। বর্তমানে তিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রয়েছেন।

শুভেচ্ছা বার্তায় কী জানালেন মহাকাশচারী

শুভেচ্ছা বার্তায় কী জানালেন মহাকাশচারী

এক ভিডিও বার্তায় মহাকাশচারী সামান্থা ক্রিস্টোফেরিটি জানান, স্বাধীনতার ৭৫ তম বর্ষে ভারতকে অভিনন্দন জানাতে পেরে তিনি আনন্দিত ও গর্বিত। গত কয়েক দশক ধরে বিভিন্ন আন্তর্জাতিক মহাকাশ গবেষণাকেন্দ্রের সঙ্গে ইসরো কাজ করছেন। মহাকাশ বিজ্ঞান গবেষণায় ইসরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইসরোর দুটি বড় প্রকল্পের বিষয়ে সামান্থা বলেন, ইসরোর সহযোগিতা আজও অব্যাহত রয়েছে। ইসরো NISAR আর্থ সায়েন্স মিশন উন্নয়নের কাজ করছে। যা মহাকাশ বিজ্ঞানের জন্য যুগান্তকারী গবেষণা বলে তিনি মনে করছেন। তিনি জানিয়েছেন, এই গবেষণার সফল হলে দুর্যোগের সম্ভাবনাগুলোর আগাম পূর্বাভাস পাওয়া সম্ভব হবে। জববায়ু সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে। যা বিশ্বে জলবায়ু পরিবর্তন রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।

NISAR আর্থ সায়েন্স মিশনে মিশনে ইসরো ও নাসা

NISAR আর্থ সায়েন্স মিশনে মিশনে ইসরো ও নাসা

নাসা ও ইসরো যৌথভাবে NISAR আর্থ সায়েন্স মিশনের ওপর কাজ করছে। এই গবেষণায় বিশ্বব্যাপী বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস পাওয়ার বিষয়ে গবেষণা হচ্ছে। পাশাপাশি এই মিশনে দুর্যোগের পরে ক্ষয়ক্ষতির হিসেব পর্যালোচনা, তথ্য সংগ্রহ, ও তুলনা করা যাতে সম্ভব হয়, সেই গবেষণা করা হচ্ছে। এই ধরনের সমস্ত তথ্য তুলে ধরতে সক্ষম একটি মহাকাশযান তৈরির চেষ্টা চালানো হচ্ছে ইসরো ও নাসার যৌথ উদ্যোগে। এই মহাকাশযানটি গ্রহের পৃষ্ঠের গতি শনাক্ত করতে পারবে এবং পৃথিবী পৃষ্ঠের নিচের পরিস্থিতি ব্যাখা করতে সমর্থ হবে বলে জানা গিয়েছে।

গগনযান মিশনের শুভকামনা

গগনযান মিশনের শুভকামনা

ইতালীয় এই মহাকাশচারী গগনযান মিশন নিয়ে ইসরোকে শুভকামনা জানিয়েছেন। আগামী বছর এই গগনযানকে কক্ষপথে স্থাপিত করা হবে। তিনি বলেন, গগনযান মিশনের জন্য আমি ইতালির বিভিন্ন মহাকাশ গবেষণা সংস্থা, নাসার তরফে ইসরোকে শুভকামনা জানাতে চাই।' ভারতে গগনযান মিশনের পরীক্ষা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইসরো চলতি সপ্তাহের শুরুর দিকে লো অল্টিটিউড এস্কেপ মোটর পরীক্ষা করেছে। যা সফল হয়েছে।

ছবি সৌজন্য নাসা

English summary
Astronaut Samantha send message from space on 75 th year of India Independence
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X