For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শনিবার বা আগেই হদিশ মিলবে নিখোঁজ বিমানের, দাবি জ্যোতিষীর

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

বিমান
কুয়ালালামপুর ও চেন্নাই, ১৪ মার্চ: শনিবার অথবা তার আগেই হদিশ পাওয়া যাবে মালয়েশিয়া এয়ারলাইন্সের সেই নিখোঁজ বিমানের। কারণ এখন গ্রহের দশা অনুকূল। এমনই দাবি করেছেন চেন্নাইয়ের এক জ্যোতিষী তথা বাস্তুশাস্ত্র বিশারদ।

ওই জ্যোতিষীর নাম যুবরাজ সাওমা। মালয়েশিয়ার সংবাদপত্র 'মালয়েশিয়ান স্টার'-কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, কেন বিমানটি হারিয়ে গিয়েছিল এবং কেন শনিবার বা তার আগে হদিশ মিলবে, তা বুঝতে গ্রহের অবস্থান জানা দরকার। তাঁর মতে, যে দিন বিমানটি উড়েছিল, সেটা ছিল অপয়া দিন। অষ্টমী। চন্দ্রের অবস্থান অষ্টমীতে থাকলে সেইদিন যাত্রা করা অশুভ।

এবার তাঁর আরও ব্যাখ্যা, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বৃহস্পতির দশা। এখন কয়েকদিন আধিপত্য থাকবে বৃহস্পতির। ফলে শুভযোগ শুরু হয়েছে। তিনি দাবি করেছেন, তাঁর কথায় ভরসা করলে বিফলে যাবে না তল্লাশি অভিযান। ফলে তল্লাশি আরও জোরদার করা উচিত।

সবার ভাগ্যে কী একই নিয়তি লেখা ছিল? তাঁর জবাব, না, সেটা নয়। কারও কারও কোষ্ঠীতে শুভযোগ ছিল ওইদিন। কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী, কেউ মাটি ছেড়ে উঠে গেলে বা মাটির সঙ্গে সংযোগ না থাকলে কোষ্ঠীর শুভযোগগুলি অকেজো হয়ে পড়ে। তখন যে কোনও ধরনের বিপদ ঘটতে পারে। নিখোঁজ বিমানের যাত্রীদের ক্ষেত্রেও তাই হয়েছে।

এদিকে, এক সপ্তাহ পরেও কোনও চিহ্ন পাওয়া যায়নি বিমানটির। চীন, মালয়েশিয়া, ভিয়েতনাম, সিঙ্গাপুর, ফিলিপিন্স জাহাজ, বিমান পাঠিয়েছে তল্লাশির উদ্দেশ্যে। উদ্ধারকারী জাহাজ পাঠিয়েছে ভারতও। কিন্তু হতাশা ছাড়া আর কিছুই পাওয়া যায়নি এখনও পর্যন্ত।

English summary
Astrologer joins search for missing Malaysia Airlines plane
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X