For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাসের হানা নাসাতেও, কর্মীদের জন্য নতুন নির্দেশিকা

করোনা ভাইরাস আতঙ্ক আমেরিকায় মহাকাশ গবেষণা সংস্থা নাসাতেও। ইতিমধ্যে সেখানকার তিন কর্মীদের দেহে করোনা ভাইরাসের হদিশ পাওয়া গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাস আতঙ্ক আমেরিকায় মহাকাশ গবেষণা সংস্থা নাসাতেও। ইতিমধ্যে সেখানকার তিন কর্মীদের দেহে করোনা ভাইরাসের হদিশ পাওয়া গিয়েছে। নাসার প্রধান জিম ব্রাইডেনস্টাইন কর্মীদের বাড়ি থেকে কাজ করার পরামর্শ দিয়েছেন।

করোনা ভাইরাসের হানা নাসাতেও, কর্মীদের জন্য নতুন নির্দেশিকা

গত সপ্তাহে ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতেএমস রিসার্চ সেন্টারে নাসার এক কর্মী দেহে করোনা ভাইরাসের হদিশ মেলে। এরপরেই সংস্থার তরফে বাড়ি থেকে কাজ করার পরামর্শ দেওয়া হয়। এরপর আলাবামায় নাসার মার্শাল স্পেশ ফাইট সেন্টারে আর এক কর্মীদের দেহে ভাইরাসের হদিশ মেলে। এরপরে আরও এক কর্মীর দেবে ভাইরাসের উপস্থিতির প্রমাণ পাওয়া যায়।

নাসার তরফে জানানো হয়েছে, চতুর্থ আর কোনও কর্মীর দেহে ভাইরাসে উপস্থিতির প্রমাণ পাওয়া যায়নি। তাই আর নাসার কোনও কেন্দ্রই ঝুঁকি নিতে রাজি নয়। সব ক্ষেত্রেই ওয়ার্ক ফ্রম হোমের কথা বলা হয়েছে। তবে তাঁদেরকে তাঁদের বসদের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে। পাশাপাশি কর্মীদের বলা হয়েছে আপাতত কোনও সফরে না যেতে।

English summary
As three worker test positive, NASA has urged all space agency employees to work from home.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X