For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গত ১৯ দিনে ২০২ বার 'আফটার শক' অনুভূত নেপালে!

  • |
Google Oneindia Bengali News

কাঠমাণ্ডু, ১৩ মে : গত ২৫ এপ্রিল রিখটার স্কেলে ৭.৯ মাত্রার প্রবল কম্পন অনুভূত হয় নেপালে। যার জের কাটতে না কাটতেই গতকাল ফের একবার ৭.৪ মাত্রার কম্পনে দিশেহারা অবস্থা হিমালয়ের দেশ নেপালের।

মাঝের দিনগুলি বড়ই ভয়ঙ্কর গিয়েছে নেপালের যা আজও অব্যাহত। খাদ্য-বস্ত্র-বাসস্থান ব্যতিরেকে পথে-ঘাটে শরণার্থীদের মতো করে দিন যাপন করছেন নেপালের মানুষ। ঘরে ফেরার উপায় নেই। কারণ কম্পনের পর যাদের ঘর ভেঙে পড়েনি, সেগুলিও ভঙ্গুর হয়ে গিয়েছে। যেকোনও মুহূর্তের একটি ছোট কাঁপুনি গোটা পরিবারকেই মৃত্যুমুখে ঢলিয়ে দেবে।

গত ১৯ দিনে ২০২ বার 'আফটার শক' অনুভূত নেপালে!


এসব আতঙ্কের ছবি যখন মঙ্গলবারের নতুন বড় কম্পনের পর ফের মুখেমুখে ঘুরছে বিশ্ববাসীর, তখনই এক ভয়ঙ্কর তথ্য জানিয়েছেন ভূবিজ্ঞানীরা।

তাঁরা জানিয়েছেন, গত ২৫ তারিখের কম্পনের পর এদিন পর্যন্ত আপাতত ২০২ বার কম্পন অনুভূত হয়েছে নেপালে। এর সবগুলির মাত্রাই রিখটার স্কেলে ৪ এর উপরে। এমনকী গতকালই ও আজ মিলিয়ে আপাতত ৩৬ বার আফটার শকের ফলে কেঁপে উঠেছে নেপালের মাটি।

ভূবিজ্ঞানীরা আগেই জানিয়েছিলেন যে, প্রবল কম্পনের পর আফটার শক জারি থাকবে বেশ কয়েকদিন। তবে এতবেশিবার কম্পন স্বাভাবিকভাবেই আতঙ্কের মাত্রা বাড়িয়ে দিয়েছে।

প্রসঙ্গত, নেপাল স্বরাষ্ট্রমন্ত্রকের হিসাব অনুযায়ী গত ১৯ দিনে ৮ হাজারের বেশি মানুষ মারা গিয়েছেন। ভারতেও বিহার, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গে মানুষ ভূমিকম্পের বলি হয়েছেন।

English summary
As many as 202 aftershocks have rocked Nepal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X