For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সেনা ঘেরাটোপে মায়ানমার, বড়সড় অস্থিরতার আশঙ্কায় সতর্কবার্তা জারি ভারতীয় দূতাবাসের

সেনা ঘেরাটোপে মায়ানমার, বড়সড় অস্থিরতার আশঙ্কায় সতর্কবার্তা জারি ভারতীয় দূতাবাসের

  • |
Google Oneindia Bengali News

চলতি সপ্তাহের শুরুতে ফের সেনার দখলে চলে গিয়েছে মায়ানমার। বন্দি হয়েছে আং সান সুকি সহ শাসক দলের নেতা মন্ত্রীরা। সেনার হাতে বন্দি হয়েছেন খোদ রাষ্ট্রপতিও। বিচ্ছিন্ন সমগ্র যোগাযোগ ব্যবস্থা। এদিকে এরইমাঝে বড়সড় আশঙ্কার কথা শোনাল মায়ানমারের রাজধানী ইয়াঙ্গনের থাকা ভারতীয় দূতাবাস।

সতর্কবার্তা ভারতীয় দূতাবাসের

সতর্কবার্তা ভারতীয় দূতাবাসের

এদিকে মায়ানমারে অস্থিরতা আরও বাড়ার আশঙ্কায় ভারতবাসীদের উদ্দেশ্যে সতর্কবার্তা পাঠিয়েছে সেখানে থাকা ভারতীয় দূতাবাস। এমনকী বর্তমানে কোনোভাবেই সেদেশের মাটিতে পা না রাখতেও অনুরোধ করা হয়েছে। এদিকে এই মূহূর্তে মায়ানমারের ক্ষমতা দখল করেছেন সেনা বাহিনীর প্রধান মিন অং লাইংয়।

ইয়াঙ্গন থেকে বিচ্ছিন্ন হয়েছে গোটা দেশ

ইয়াঙ্গন থেকে বিচ্ছিন্ন হয়েছে গোটা দেশ

এমনকী সেনা প্রধানের নির্দেশে রাজধানী ইয়াঙ্গনও বিচ্ছিন্ন হয়েছে গোটা দেশ থেকেই। বন্ধ করা হয়েছে ইয়াঙ্গন আন্তর্জাতিক বিমান বন্দরও। এদিকে সদ্য ভারতীয় দূতাবাসের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে , "মায়ানমারে সাম্প্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে সমস্ত ভারতীয় নাগরিককে যথাযথ সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে। দরকার ছাড়া মায়ানমারে যাতায়াত ও ভ্রমণ যতট সম্ভব এড়াতে হবে। যে কোনও ভারতীয় নাগরিক প্রয়োজনে দূতাবাসের সাথে যোগাযোগ করতে পারে।"

উদ্বেগ প্রকাশ মার্কিন দূতাবাসের

উদ্বেগ প্রকাশ মার্কিন দূতাবাসের

এদিকে গোটা পরিস্থিতি বিবেচনা করে ইতিমধ্যেই মায়ানমারের সমস্ত জায়গাতেই বন্ধ হয়েছে বিমান পরিষেবা। অন্যদিকে গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছে ইয়াঙ্গনে থাকা মার্কিন দূতাবাসের তরফে। তাদের জারি করা বিবৃতিতে বলা হয়েছে, " গোটা মায়ানমার জুড়েই একটা অস্থিরতার বাতাবরণ তৈরি হয়েছে। আমরা গোটা পরিস্থিতির উপরেই নজর রেখে চলেছি। "

চলছে সেনা টহলদারি

চলছে সেনা টহলদারি

সূত্রের খবর, রাজধানী ইয়াঙ্গন থেকে সড়ক পথেও আসা যাওয়া বেশ কিছু ক্ষেত্রে বন্ধ করেছে সেনা। রাস্তায় রাস্তায় নেমেছে অতিরিক্ত সেনা বাহিনী। এদিকে গোটা ঘটনায় তীব্র আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে আম আদমিদের মধ্যে। অনেকেই গোটা আরও খারাপ পরিস্থিতির আশঙ্কা করে সতর্কতামূলক ব্যবস্থা নিতে শুরু করেছেন। খাবার, জল সহ জীবনধারণের সামগ্রীও মজুত করতে শুরু করে দিয়েছেন সাধারণ মানুষ।

এবার 'বেসুরো' মুর্শিদাবাদে তৃণমূলের জেলা পরিষদের সহ সভাপতি বৈদ্যনাথ দাসএবার 'বেসুরো' মুর্শিদাবাদে তৃণমূলের জেলা পরিষদের সহ সভাপতি বৈদ্যনাথ দাস

English summary
army took over myanmar indian embassy warns of unrest in myanmar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X