For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোমায় থাকা অবস্থায় সন্তানের জন্ম দিলেন মা

গতবছরের একেবারে শেষে আর্জেন্তিনার এক মহিলা পুলিশকর্মী কোমায় থাকা অবস্থায় পুত্র সন্তানের জন্ম দেন। তার চারমাস পরে জ্ঞান ফিরে পেয়ে সন্তানের মুখ দেখেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

বুয়েনস আইরেস, ২১ এপ্রিল : গতবছরের একেবারে শেষে আর্জেন্তিনার এক মহিলা পুলিশকর্মী কোমায় থাকা অবস্থায় পুত্র সন্তানের জন্ম দেন। তার চারমাস পরে জ্ঞান ফিরে পেয়ে সন্তানের মুখ দেখেন তিনি।

মহিলা পুলিশকর্মীর নাম আমেলিয়া বানান। তিনি এক গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে কোমায় চলে গিয়েছিলেন। এইবছরের শুরুতে ধীরে ধীরে হাত পা নাড়াতে শুরু করেন আমেলিয়া।

কোমায় থাকা অবস্থায় সন্তানের জন্ম দিলেন মা

এরপরে গত সপ্তাহের বৃহস্পতিবার কোমা থেকে জেগে ওঠেন আমেলিয়া। সেইসময়ে ভাই সিজার সহ অনেকেই হাসপাতালে আমেলিয়ার কাছে ছিলেন। সকলে তা দেখে উৎফুল্ল হয়ে ওঠেন।

জানা গিয়েছে, গতবছরের নভেম্বরে আমেলিয়া, তাঁর স্বামী যিনি নিজেও পুলিশ অফিসার ও কয়েকজন অফিসের সঙ্গী পুলিশের গাড়ি নিয়ে কাজে বেরিয়ে দুর্ঘটনার শিকার হন। এরপরে গত ডিসেম্বরে ক্রিসমাসের সময়ে স্য়ান্তিনো নামে এক পুত্র সন্তানের জন্ম দেন আমেলিয়া।

চিকিৎসকেরা বলছেন, আমেলিয়ার ঘটনা চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে বিরল। এটাকে কোনও চমৎকারের সঙ্গেই তুলনা করা যেতে পারে। আপাতত অনেকটা সুস্থ রয়েছেন তিনি। সন্তানকে কোলে তুলে নিতে পেরে আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন আমেলিয়া, এমনটাই মত চিকিৎসকদের।

English summary
Argentina woman gives birth in coma, meets son 4 months later
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X