For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানে আলেকজান্ডার স্মৃতিবিজড়িত শহরে প্রাগৈতিহাসিক হিন্দু মন্দিরের সন্ধান

পাকিস্তানে আলেকজান্ডার স্মৃতিবিজড়িত শহরে প্রাগৈতিহাসিক হিন্দু মন্দিরের সন্ধান

  • |
Google Oneindia Bengali News

এবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আলেকজান্ডার স্মৃতিবিজড়িত প্রাগৈতিহাসিক হিন্দু মন্দিরের সন্ধান প্রত্নত্তাত্বিকদের। পাকিস্তান ও ইতালির প্রত্নতাত্ত্বিক দলের যৌথ অনুসন্ধানে দেশের উত্তর-পশ্চিমে প্রায় ৩০০০ হাজার বছর পুরনো একটি শহরের সন্ধান পান।

পাকিস্তানে আলেকজান্ডার স্মৃতিবিজড়িত শহরে প্রাগৈতিহাসিক হিন্দু মন্দিরের সন্ধান


সূত্রের খবর দুই দেশের প্রত্নতাত্ত্বিকদের যৌথ খননকাজ চলানোর সময় আলেকজান্ডারের স্মৃতিবিজড়িত ওই শহরটির সন্ধান পাওয়া যায়।

বিশেষজ্ঞরা মনে করেন আলেকজান্ডার তাঁর সেনাবাহিনী সহ ৩২৬ খ্রিস্টপূর্বাব্দে খাইবার পাখতুনখোয়ায় প্রদেশের সোয়াত জেলায় এসেছিলেন। ওডিগ্রাম অঞ্চলে একটি যুদ্ধে বিরোধী পক্ষকে পরাজিত করার পর তিনি বাজিরা নামে এই শহরটির প্রতিষ্ঠা করেন। প্রাচীর ঘেরা শহরের পাশাপাশি তিনি একটি দুর্গও নির্মাণ করেছিলেন। বিশেষজ্ঞরা আলেকজান্ডারের সময়কালের আগেও শহরে জীবনের চিহ্ন খুঁজে পেয়েছিলেন।

পাশাপাশি সোয়াত জেলার বারিকোট তহসিলে বাজিরা নামক এই শহরটিতে ৫০০০ বছরের পুরনো মানব সভ্যতার ধ্বংসাবশেষও পাওয়া গেছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, আলেকজান্ডারের সময়কালের আগে থেকেই হিন্দু, বুধমত এবং মুসলিম অনুসারীদের বাস ছিল এই শহরে।

English summary
Archaeologists discovered prehistoric Hindu temples in pakistan’s Khyber Pakhtunkhwa
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X