For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তুর্কী আগ্রাসন: আরবের হুঁশিয়ারি তুরস্ককে! যুদ্ধ নিয়ে গর্জন আরব দুনিয়ার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা। সিরিয়ার কুর্দিশ সৈন্যদের বিরুদ্ধে প্রবল আক্রমণ শানিয়ে তুরস্ক সেনা ক্রমাগত ঢুকে পড়ছে সেদেশের অন্দরে।

  • |
Google Oneindia Bengali News

মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা। সিরিয়ার কুর্দিশ সৈন্যদের বিরুদ্ধে প্রবল আক্রমণ শানিয়ে তুরস্ক সেনা ক্রমাগত ঢুকে পড়ছে সেদেশের অন্দরে। ইতিমধ্যেই সিরিয়ার একাধিক শহরে প্রবল বোমা বর্ষণ করে চলেছে তুরস্কের যুদ্ধবিমানগুলি। আতঙ্কে সিরিয়া-ছাড়া এক লাখের ওপর মানুষ। এদিকে, তুরস্কের এই আগ্রাসন নিয়ে এবার সরব আরব দুনিয়া, মিশর ইতিমধ্যেই জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে শুরু করে দিয়েছে।

আরব মন্ত্রীদের হুঁশিয়ারি

আরব মন্ত্রীদের হুঁশিয়ারি

বিনা শর্তে সিরিয়ার মাটি ছাড়তে হবে তুরস্ককে। এই হামলা 'আরব্য মাটিতে হামলা' র সামিল। এই ভাষাতেই আরব লিগের প্রধান আহমেদ আবুল ঘেইত হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের সেনার প্রতি। আঙ্কারাকে নিশানা করে অবিলম্বে সেনা প্রত্যাহারের ডাক দিয়েছে আরব্য বিদেশমন্ত্রীরা।

তুর্কী আক্রমণে আরব্য দেশে বিশেষ বৈঠক

তুর্কী আক্রমণে আরব্য দেশে বিশেষ বৈঠক

সিরিয়ার মাটিতে তুর্কী আক্রমণের পর থেকেই আরব দেশগুলির বিদেশমন্ত্রীরা বিশেষ বৈঠক ডাকেন। তুরস্কের এই আগ্রাসনকে আরব দেশে হামলার সামিল বলে মনে করা হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা। এতে আরব্য নিরাপত্তা বিঘ্নিত হয়েছে বলে দাবি তাঁদের। ফরে যেকোনও মূল্যে তুক্রী আগ্রাসন ঠেকাতে তাঁরা বদ্ধ পরিকর বলে দাবি করেছেন।

কুর্দিশ যোদ্ধা ও তুরস্কের 'জঙ্গি' তকমা

কুর্দিশ যোদ্ধা ও তুরস্কের 'জঙ্গি' তকমা

এই যুদ্ধ-আগ্রাসনের নেপথ্যে রয়েছে মধ্যপ্রাচ্যের উপজাতি-ক্ষমতায়নের ইতিহাস। তুরস্কের দাবি, কুর্দ উপজাতি অধ্যুষিত যে ফোর্স মার্কিনিদের আইএস জঙ্গি দমনে সাহায্য করেছিল তারা কুর্দিশ 'অনুপ্রবেশ' ইস্যুতে বিপথে চালিত হচ্ছ এখন। এদের একটা বড় অংশ জঙ্গি কার্যকলাপ শুরু করেছে। যার প্রভাব তুরস্কে পড়ছে। আর সেই জঙ্গি কার্যকলাপ ঠেকাতেই এই আগ্রাসন।

 মিশরের জরুরিকালীন বৈঠক

মিশরের জরুরিকালীন বৈঠক

মিশর ইতিমধ্যেই পরিস্থিতির বিচারে আপৎকালীন তৎপরতায় শুরু করে দিয়েছে গুরুত্বপূর্ণ বৈঠক। সেদেশের বিদেশমন্ত্রক ইতিমধ্যেই তুরস্ক আক্রমণ নিয়ে বিশেষ বৈঠকের ডাক দিয়েছে। যার পর থেকেই নড়েচড়ে বসেছে আরব দুনিয়া।

 তুরস্কের দাবি

তুরস্কের দাবি

গোটা দুনিয়া জুড়ে তুরস্ক এখন সমালোচনার মুখে। তবে এসবের সামনে পড়েও তুরস্কের প্রেসিডেন্ট এর্দোগাঁ জানিয়েছেন, যে যাই বলুক, এই মুহূর্তে সিরিয়া আক্রমণ নিয়ে থামবার কোনও ইচ্ছেই নেই তুরস্কের.

[ তুর্কী আক্রমণে প্রবল বোমাবর্ষণ সিরিয়ায় ! মধ্যপ্রাচ্যকে 'ঠাণ্ডা' করতে জার্মানি-ফ্রান্সের নয়া পদক্ষেপ ][ তুর্কী আক্রমণে প্রবল বোমাবর্ষণ সিরিয়ায় ! মধ্যপ্রাচ্যকে 'ঠাণ্ডা' করতে জার্মানি-ফ্রান্সের নয়া পদক্ষেপ ]

English summary
The Arab foreign ministers called for an immediate withdrawal of Ankara’s troops. The statement comes after Egypt called an emergency meeting to discuss Turkey’s assault on the Kurds. The ground offensive launched by Turkey in Northern Syria has invited worldwide condemnations and threats of sanctions.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X