For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অ্যাপলে বড় ধরণের ত্রুটি, সারাতে ব্যস্ত প্রতিষ্ঠানটি

আমেরিকার প্রযুক্তি বিষয়ক মাল্টিন্যাশনাল কোম্পানি অ্যাপল বলছে তাদের ম্যাক অপারেটিং সিস্টেমে বড় ধরণের ত্রুটি ধরতে পেরেছে তারা। এখন সেটা সমাধান করতে দ্রুত পদক্ষেপ নিচ্ছে প্রতিষ্ঠানটি।

  • By Bbc Bengali

অ্যাপল বলছে তাদের ম্যাক অপারেটিং সিস্টেমে বড় ধরণের ত্রুটি ধরতে পেরেছে তারা।
Getty Images
অ্যাপল বলছে তাদের ম্যাক অপারেটিং সিস্টেমে বড় ধরণের ত্রুটি ধরতে পেরেছে তারা।

আমেরিকার প্রযুক্তি বিষয়ক মাল্টিন্যাশনাল কোম্পানি অ্যাপল বলছে তাদের ম্যাক অপারেটিং সিস্টেমে বড় ধরণের ত্রুটি ধরতে পেরেছে তারা।

এখন সেটা সমাধান করতে দ্রুত পদক্ষেপ নিচ্ছে প্রতিষ্ঠানটি।

অ্যাপলের সর্বশেষ সংযোজন ম্যাক ওএস হাই সিয়েরা'তে যে ত্রুটি ধরা পড়েছে তার ফলে যে কেও পাসওয়ার্ড ছাড়ায় যন্ত্রটিতে প্রবেশ করতে পারবে এবং ব্যবহার করতে পারবে।

একই সাথে শক্তিশালী কিছু প্রশাসনিক ক্ষমতা পেয়ে। অ্যাপল একটি বিবৃতিতে জানিয়েছে "আমরা ত্রুটি সমাধান করার জন্য একটি সফটওয়্যার আপডেট করার কাজ করছি"।

অ্যাপলের এই মারাত্মক ত্রুটিটি প্রথম আবিষ্কার করেন একজন তুরস্কের ডেভেলপার, যার নাম লেমি এরগিন।

তিনি দেখতে পান যে ইউজার নেমে ইংরেজিতে 'root' লিখলে পাসওয়ার্ড এর জায়গাটা খালি বা শূন্য হয়ে পড়ে। এবং 'enter' বাটনে কয়েক বার চাপ দিলে, সে যে যন্ত্রে বা ম্যাকের সিস্টেমে ঢুকতে চাচ্ছে সেখানে সহজে ঢুকতে পারছে।

এদিকে মি. এরগিন অ্যাপলের এই ত্রুটির কথা প্রকাশ করায় সমালোচনার শিকার হয়েছেন।

তবে এত বড় সমস্যা যে অ্যাপলের সিস্টেমে রয়েছে, এবং সেটা তারা আগে থেকেই জানত, সেই বিষয়টি অ্যাপল স্বীকার বা অস্বীকার কোনটাই করেনি।

আরো পড়ুন:

শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

রোবট নারী 'সোফিয়া’ এবার বাংলাদেশে

বাংলাদেশে দেহব্যবসার শিকার হচ্ছে রোহিঙ্গা নারীরা

তানিয়া তার দশবছরের 'জিহাদী' জীবন কেন ছেড়ে দিলেন

English summary
Apple's major flaw, the company is busy to cure it.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X