বাজার মাতাতে একসঙ্গে তিনটি আইফোন আনল অ্যাপল
আইফোনপ্রেমীদের প্রত্যাশাকে পূরণ করে একসঙ্গে তিনটি মডেল প্রকাশ করল অ্যাপল। আইফোন এক্সএস, এক্সএস ম্যাক্স ও আইফোন এক্সআর। ভারতের বাজারে তিনটি ফোনের দাম যথাক্রমে ৯৯ হাজার ৯০০ টাকা, ১ লক্ষ ৯ হাজার ৯০০ টাকা ও ৭৬ হাজার ৯০০ টাকা।

নতুন আইফোন এক্সআর ফোনে ৬.১ ইঞ্চি এজ-টু-এজ এলসিডি ডিসপ্লে রয়েছে। আইফোন এক্সএস ও এক্সএস ম্যাক্সে এলইডি ডিসপ্লে থাকলেও আইফোন এক্সআরে থাকবে এলসিডি ডিসপ্লে। এক্সএসের ৫.৮ ইঞ্চি ও এক্সএস ম্যাক্সের ৬.৫ ইঞ্চি স্ক্রিন থাকবে। সবকটি মডেলেই এ১২ বায়োনিক চিপ থাকবে। এছাড়া ফেস আইডি, ডেপথ ক্যামেরা, সর্বাধিক ৫১২ জিবি স্টোরেজ থাকবে।
২৬ অক্টোবর থেকে বিশ্বের ৫০টি দেশে আইফোনের বিক্রি শুরু হবে। এ১২ বায়োনিক চিপ থাকায় এটি আগের আইফোনের চেয়েও দ্রুতগতির হবে বলে দাবি করা হয়েছে। এক্সএস ও এক্সএস ম্যাক্সে স্টেইনলেস স্টিল বডি থাকবে। এক্সআরে থাকবে অ্যালুমিনিয়াম বডি।
আইফোন এক্সএস ও আইফোন এক্সএস ম্যাক্স হল অ্যাপলের তৈরি সবচেয়ে উন্নত ফোন। টিম কুকের কথায় তাঁদের গ্রাহক সন্তুষ্টি প্রায় শতকরা একশো ভাগ। আগামিদিনেও তা ধরে রাখার চেষ্টা করবে সংস্থা।