For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা জর্জরিত বিশ্বে বিনামূল্যে ভ্যাকসিন দেবে কোন দেশগুলি? একনজরে তালিকা

Google Oneindia Bengali News

এবার আমেরিকাবাসীকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দিলেন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল টুইট করে ডেমোক্র্যাট নেতা জানান, 'একবার ভ্যাকসিন প্রস্তুত এবং অনুমোদন পেয়ে গেলে কমলা হ্যারিস এবং আমি নিশ্চিত করছি, প্রত্যেক আমেরিকানকে উপযুক্ত দক্ষতার সঙ্গে এবং বিনামূল্যে তা বিতরণ করা হবে।'

বাইডেনের প্রশাসনে ফউসির ভূমিকা

বাইডেনের প্রশাসনে ফউসির ভূমিকা

এর আগে বাইডেন শীর্ষ সংক্রামক বিশেষজ্ঞ অ্যান্টনি ফউসিকে তাঁর প্রশাসনে যোগদানের জন্য এবং কোরোনা প্যানডেমিকের বিরুদ্ধে তাঁর টিমকে নেতৃত্ব দেওয়ার জন্য বলেন। বাইডেন বলেন, তিনি এর আগে ফউসির সঙ্গে দেখা করে তাঁকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস-এর ডিরেক্টর পদে এবং কোরোনা ভাইরাস রেসপন্স টিমের প্রধান মেডিকেল উপদেষ্টা হিসেবে কাজ করতে বলেছেন।

জনস্বাস্থ্য চর্চায় আমূল পরিবর্তন দরকার

জনস্বাস্থ্য চর্চায় আমূল পরিবর্তন দরকার

ফউসি এবং বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা মোকাবিলার জন্য তাঁদের পদ্ধতির বিষয়ে প্রকাশ্যে সংঘাতে জড়িয়ে পড়েন। অক্টোবরে ফউসি বলেছিলেন, করোনা মোকাবিলার জন্য জনস্বাস্থ্য চর্চায় আমূল পরিবর্তন দরকার। তবে এখন সেসব বিতর্ক দূরে সরিয়ে রেখে করোনা প্রতিরোধে নামতে চলেছে বাইডেনের প্রশাসন। এদিকে আমেরিকা ছাড়াও বেশ কয়েকটি দেশে বিনামূল্যে করোনা ভ্যাকসিন মিলবে বলে জানা গিয়েছে।

কোন কোন দেশে বিনামূল্যে করোনা ভ্যাকসিন?

কোন কোন দেশে বিনামূল্যে করোনা ভ্যাকসিন?

জানা গিয়েছে, জাপান, ফ্রান্স, নরওয়ে এখনও ঘোষণা করেছে যে তারা বিনামূল্যে সকল জনগণকে ভ্যাকসিন দেবে। ভারতের বেশ কয়েকটি রাজ্যেও এই ঘোষণা করা হয়েছে। তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, অসম, পুদুচেরিতে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। তবে ব্রিটেন এবং রাশিয়াতে ভ্যাকসিনেশনের কাজ শুরু হতেই এখন সব থেকে বড় প্রশ্ন বাকি বিশ্বে কবে ভ্যাকসিন পাবেন সবাই?

করোনার ভ্যাকসিনের উপর নজর পড়েছে অপরাধ জগতের

করোনার ভ্যাকসিনের উপর নজর পড়েছে অপরাধ জগতের

এদিকে করোনার ভ্যাকসিনের উপর নজর পড়েছে অপরাধ জগতের৷ এমনটাই ইন্টারপোলের তরফে এমনটাই জানানো হয়েছে৷ ইন্টারপোলের জেনারেল সেক্রেটারি জুরগেন স্টক জানান, সব দেশের সরকার যখন করোনার ভ্য়াকসিন দেওয়ার পরিকল্পনা করছে, তখনই অপরাধীরা ভ্য়াকসিনের সরবরাহ বন্ধের চেষ্টা শুরু করেছে ৷

ইন্টারপোলের সতর্ক বার্তা

ইন্টারপোলের সতর্ক বার্তা

এই খবর সামনে আসতেই বিশ্বজুড়ে সতর্কতা জারি করেছে ইন্টারপোল৷ প্রায় ১৯৪টি দেশে সতর্কতা জারি করা হয়েছে ৷ এই হামলরা শারীরিক এবং অনলাইন দুই ভাবেই হতে পারে বলে জানানো হয়েছে৷ ইন্টারপোলের ওই আধিকারিক আরও বলেন, অপরাধীরা এমন সব লোকজনদের লক্ষ্য় বানিয়েছে যাঁদের কেউ কখনও সন্দেহ করবে না৷ ভুয়ো ওয়েবসাইটের মাধ্য়মে তাঁদের টার্গেট করা হবে৷ এতে ওই সব মানুষের ভয়ঙ্কর শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে৷ এমনকি তাঁদের প্রাণহানির আশঙ্কাও করছে ইন্টারপোল৷ করোনার ভ্য়াকসিন সংক্রান্ত যে কোনও ক্ষেত্রে এই হামলা হতে পারে৷ আর তার জন্য় সব দেশের সরকারকে প্রস্তুত থাকতে বলা হয়েছে৷

<strong>মিমের ঘুড়ি কেটেও গোলাপি ঝড়ে ম্লান গেরুয়া, হায়দরাবাদে তবুও 'নৈতিক' জয় বিজেপির</strong>মিমের ঘুড়ি কেটেও গোলাপি ঝড়ে ম্লান গেরুয়া, হায়দরাবাদে তবুও 'নৈতিক' জয় বিজেপির

English summary
Apart from USA, which countries in world are going to give away Coronavrius vaccine for free
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X