For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ভারতকে যে দেশ সমর্থন করবে তাকে মিসাইল দিয়ে উড়িয়ে দেব', পাকিস্তানি মন্ত্রীর মন্তব্যে তোলপাড়

'ভারতকে যে দেশ সমর্থন করবে তাকে মিসাইল দিয়ে উড়িয়ে দেব', পাকিস্তানি মন্ত্রীর মন্তব্যে তোলপাড়

  • |
Google Oneindia Bengali News

কাশ্মীর ইস্যুতে ক্রমাগত কোণঠাসা পাকিস্তানের তরফে বারবার আসছে যুদ্ধের হুমকি। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বারবার পরমাণু যুদ্ধের হুকি দিয়েছেন। পাকিস্তানের বিজ্ঞান বিষয়ক মন্ত্রী থেকে শুরু করে রেলমন্ত্রী সকলেই বারবার পরমাণু হামলার তোপ দেগেছেন ভারতের দিকে। এবার সেই জায়গা থেকে একধাপ এগিয়ে পাকিস্তানের কাশ্মীর ও গিলগিট বালতিস্তান বিষয়ক মন্ত্রী আলি আমিন গান্দাপুর বিশ্বকে নিশানা করে তোপ দেগেছেন।

বিশ্বকে হুমকি

পাকিস্তানি মন্ত্রী আলি আমিন গান্দাপুর বলেছেন, 'যদি কাশ্মীর নিয়ে উত্তেজনা ভারতের সঙ্গে বেড়ে যায়, তাহলে পাকিস্তান যুদ্ধের রাস্তায় যেতে বাধ্য হবে। আর যে সমস্ত দেশ ভারত-পাক যুদ্ধে ভারতকে সমর্থন করবে, তাদের আমরা শত্রু হিসাবে ধরে নেব। ভারত সমর্থন কারী দেশগুলিকে মিসাইল দিয়ে উড়িয়ে দেওয়া হবে।'

৩৭০ ধারা ও পাকিস্তানি সরকারের ক্ষোভ

৩৭০ ধারা ও পাকিস্তানি সরকারের ক্ষোভ

কাশ্মীর থেকে ৩৭০ ধারা গত ৫ আগাস্ট তুলে নেয় কেন্দ্র। দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিক শাহের প্রস্তাব সংসদে পাশ হয়ে যায়। ভারতের এই ঐতিহাসিক সিদ্ধান্তের জেরে দক্ষিণ এশিয়ার পরিস্থিতি খানিকটা উত্তেজনাপ্রবণ হয়। কারণ, বারবার পাকিস্তান থেকে পরমাণু যুদ্ধের হুমকি আসতে থাকে। এরপরই পাকিস্তানের কাশ্মীর বিষয়ক মন্ত্রীর নয়া মন্তব্যে তৈরি হয়েছে চাঞ্চল্য।

ভারত কী জানিয়েছে পাকিস্তানকে?

ভারত কী জানিয়েছে পাকিস্তানকে?

গোটা বিশ্বের দরবারের কাছে কাশ্মীর ইস্যু নিয়ে যখন ইমরান দ্বারস্থ, তখন তা নিয়ে দিল্লি সাফ বার্তায় জানিয়ে দেয় ,'কাশ্মীর ভারতের অভ্যন্তরীন বিষয়'. এদিকে, সার্ক থেকে আরব দেশ সমস্ত জায়গাতে কাশ্মীর ইস্যু নিয়ে ইমরান সরব হলেও, লাভের লাভ হয়নি।

 'লড়বে পাকিস্তান' বার্তা ইমরানের

'লড়বে পাকিস্তান' বার্তা ইমরানের

এর আগে, এক সাক্ষাৎকারে ইমরান খান জানিয়েছিলেন যে , যদি কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সেনার সঙ্গে ভারতের সেনার লড়াই হয় তাহলে হয় আত্মসমর্পণ নয় লড়াই হবে। আর ইমরানের দাবি, কাশ্মীরের জন্য পাকিস্তান লড়াই করবে ভারতের সঙ্গে শেষ মুহূর্ত পর্যন্ত।

কাশ্মীরে অশান্তির মধ্যেই ইইউ প্রতিনিধি দল উপত্যকায় এসে ডাল লেকে শিকারা ভ্রমণ করলেনকাশ্মীরে অশান্তির মধ্যেই ইইউ প্রতিনিধি দল উপত্যকায় এসে ডাল লেকে শিকারা ভ্রমণ করলেন

English summary
Any Country backing India will be hit by missile, says Pakistani Minister.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X