For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিএনপির শীর্ষ আট নেতাসহ ১০ জনের ব্যাঙ্ক হিসাবের তথ্য চাইল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন

বিএনপির শীর্ষ আট নেতাসহ ১০ জনের ব্যাঙ্ক হিসাবের তথ্য চেয়ে ৭ ব্যাঙ্ককে চিঠি পাঠিয়েছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন(দুদক)। দুদকের সহকারি প্রধান সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলিতে আলাদা আলাদা চিঠি পাঠিয়েছেন

  • |
Google Oneindia Bengali News

বিএনপির শীর্ষ আট নেতাসহ ১০ জনের ব্যাঙ্ক হিসাবের তথ্য চেয়ে ৭ ব্যাঙ্ককে চিঠি পাঠিয়েছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন(দুদক)। দুদকের সহকারি প্রধান শামসুল আলম সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলিতে আলাদা আলাদা চিঠি পাঠিয়েছেন।

 বিএনপির শীর্ষ আট নেতাসহ ১০ জনের ব্যাঙ্ক হিসাবের তথ্য চাইল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন

যেসব ব্যাঙ্ককে চিঠি দেওয়া হয়েছে, সেগুলো হলো এইচএসবিসি, স্ট‌্যান্ডার্ড চার্টার্ড, ডাচ্‌-বাংলা, ন‌্যাশনাল, ফার্স্ট সিকিউরিটি ইসলামি, আরব বাংলাদেশ ও ঢাকা ব‌্যাংক। চিঠিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের যাবতীয় হিসাবের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।

গত সোমবার মানি লন্ডারিং, সন্দেহজনক ব্যাঙ্ক লেনদেনসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির শীর্ষ ৮ নেতাসহ ১০ জনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। এঁরা হলেন বিএনপির স্থায়ী কমিটির চার সদস্য-খোন্দকার মোশারফ হোসেন, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও মির্জা আব্বাস, দুই ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ও এম মোর্শেদ খান, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবি খান সোহেল, আবদুল আউয়াল মিন্টুর ছেলে ও দলের নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল। এ ছাড়া এম মোর্শেদ খানের ছেলে ফয়সাল মোর্শেদ খানের বিরুদ্ধেও অনুসন্ধান হচ্ছে।
দুদক সন্দেহজনক লেনদেনের কথা বললেও বিএনপি নেতারা বলছেন, তাঁদের চাপে রাখতেই সরকারের কৌশলের অংশ হিসেবে এ পদক্ষেপ নিয়েছে দুদক।

English summary
Anti Corruption commission of Bangladesh wants bank details ot ten BNP leaders
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X