পাকিস্তানে ফের শিখ যুবতীকে অপহরণ, ধর্মান্তর! ৬ জনের বিরুদ্ধে এফআইআর
পাকিস্তানে ফের শিখ যুবতীকে অপহরণ করে ধর্মান্তরের অভিযোগ। ১৯ বছরে ওই যুবতীকে অপহরণ এবং ধর্মান্তরের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পরিবার। একদিকে পাকিস্তান সেদেশে বসবাসকারী ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষার কথা বলছে, অন্যদিকে বালিকা থেকে যুবতী, অপহরণ করে ধর্মান্তর, পরে মুসলিমদের সঙ্গে বিয়ে করতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ।

পাকিস্তানের প্রধানমন্ত্রী নয়া পাকিস্তান গড়ার ডাক দিচ্ছেন, কিংবা কাশ্মীরে মানবাধিকারের কথা বলছেন, কিন্তু তার মধ্যেই ধর্মীয় সংখ্যালঘুদের ধর্মান্তর নিয়ে তাঁর মুখ থেকে এখনও কোনও কথা শোনা যায়নি। আমেরিকা ভিত্তিক শিখদের সংগঠন শিখস ফর জাস্টিস, খালিস্তানের দাবি তুলে শোরগোল করে, কিন্তু তাদের মুখ থেকেও এনিয়ে কোনও কথা শোনা যায়নি।
সাম্প্রতিক কালে এই ঘটনাটি হল দ্বিতীয়। দিন কয়েক আগে, গুরুনানকের জন্মস্থান নানকানা সাহিবে এক শিখ গুরুর কন্যাকে অপহরণের ঘটনা ঘটে। তাকে অপহরণের পর ধর্মান্তরিত করে এক মুসলিমের সঙ্গে জোর করে বিয়েও দেওয়া হয় বলে অভিযোগ। সেই বিয়ের ছবি ভাইরাল হয়ে যায়। ভিডিওতে শোনা যাচ্ছে শিখ কন্যা বলছে সে মহম্মদ এহসানকে বিয়ে করছে নিজের ইচ্ছায়। পরিজনরা কন্যার বয়স ১৬ কিংবা ১৭ বললেও, নিজের বয়স সে ১৯ বলেই দাবি করে সে।
ওই পরিবারটির অভিযোগ ছিল বাড়ির মেয়ের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। এমন কী এফআইআর তুলতে চাপ দেওয়া হয় বলেও অভিযোগ। বিষয়টি নিয়ে ক্ষোভ বাড়ছে পাকিস্তানে
বসবাসকারী শিখদের মধ্যে। পাকিস্তানের পঞ্জাব প্রদেশের সরকার বিষয়টি নিয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে।
স্থানীয় সূত্রে খবর অনুযায়ী, নানকানা সাহিবে শিখ সম্প্রদায়ের মানুষজন, সেখানকার গুরুদ্বয়ারায় মুসলিমদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারির দাবি করেছে, যতক্ষণ না এই যুবতী ফিরে আসে, কিংবা অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হচ্ছে।